শহর থেকে শুরু করে গ্রাম গঞ্জের ছোট হাট বাজার পর্যন্ত দেখা যাচ্ছে হরেক রঙের বাহারী মুরগির বাচ্চা। দেখেই যেন প্রাণ জুড়িয়ে যায়! কোনো উদ্দেশ্যনা থাকলেও যে কেউ রঙের চাকচিক্যের কারনে কিনে নিয়ে যাচ্ছেন এই রঙিন মুরগির বাচ্চা গুলো।
সত্যিই কি মুরগির বাচ্চা গুলো এরকম নানা রঙের হয়ে থাকে? নাকি তাদের জোড় করে রঙ করানো হয়েছে?? চলুন জেনে নিই আসল ঘটনা-
দয়া করে কেউ ধোকা খাবেন না,নিচের ছবির মত লাল, নীল,সবুজ রংয়ের কোন মুরগীর বাচ্চা হয় না, এরকম রংয়ের মুরগীও পৃথিবীতে নাই,এগুলো হল লেয়ার মুরগীর হ্যাচারিতে উৎপাদিত মোরগের বাচ্চা বা কক বাচ্চা,বা সোনালী মুরগীর বাচ্চা যেগুলো সাধারন ভাবে বিক্রি অনুপোযোগী,রঙ্গিন করে ঝাকায় নিয়ে ফেরি করে বিক্রি করে,আজকাল শহরেও বিক্রি হতে দেখছি পাখির দোকানে।
ফার্মসএন্ডফার্মার/০৬অক্টোবর২০