ব্রয়লার মুরগিকে খাদ্য প্রদান ও ফিড পরিবর্তনের নিয়ম

425

★ ব্রয়লার-স্টার্টার ক্রাম্বল-১-১৪ দিন পর্যন্ত অর্থাৎ ওজন ৫০০ গ্রাম হওয়া পর্যন্ত ।
★ ব্রয়লার-গ্রোয়ার পিলেট-১৫-২৪ দিন পর্যন্ত অর্থাৎ ওজন ১১৫০ গ্রাম হওয়া পর্যন্ত ।
★ ব্রয়লার-ফিনিশার পিটেল-২৫ দিন- বিক্রয় পর্যন্ত অথাৎ ওজন ১১৫০ গ্রাম হতে বিক্রয় পর্যন্ত ।

বিঃদ্রঃ বাচ্চার পাত্রে খাদ্য থাকা অবস্থায় পুনরায় খাবার দিতে হবে এবং দিনে ৪-৫ বার ।

খাদ্য স্টার্টার হতে গ্রোয়ার এবং গ্রোয়ার হতে ফিনিসার ফিডে যাওয়ার সময় ফিড মিশ্রিত করে খাওয়াতে হবে।

ব্রয়লার স্টার্টার থেকে গ্রোয়ারে যাওয়ার সময় ফিড পরিবর্তনের মিক্সিং এর নিয়মঃ
১ম দিনঃ ব্রয়লার স্টার্টারঃ ব্রয়লার গ্রোয়ার = ৭৫:২৫ ℅
২য় দিনঃ ব্রয়লার স্টার্টারঃ ব্রয়লার গ্রোয়ার = ৫০:৫০ ℅
৩য় দিনঃ ব্রয়লার স্টার্টারঃ ব্রয়লার গ্রোয়ার = ২৫:৭৫ ℅
৪র্থ দিনঃ ব্রয়লার গ্রোয়ার = ১০০ ℅

বিঃদ্রঃ (ব্রয়লার স্টার্টারঃ ব্রয়লার গ্রোয়ার = ৭৫:২৫ ℅) এর মানে হচ্ছে ৭৫ ভাগ ব্রয়লার স্টার্টার ফিডের সাথে ২৫ ভাগ ব্রয়লার গ্রোয়ার ফিড মিক্সিং করতে হবে।

ব্রয়লার গ্রোয়ার থেকে ফিনিশার ফিডে যাওয়ার সময় ফিড পরিবর্তনের মিক্সিং এর নিয়মঃ
১ম দিনঃ ব্রয়লার গ্রোয়ারঃ ব্রয়লার ফিনিশার = ৭৫:২৫ ℅
২য় দিনঃ ব্রয়লার গ্রোয়ারঃ ব্রয়লার ফিনিশার = ৫০:৫০ ℅
৩য় দিনঃ ব্রয়লার গ্রোয়ারঃ ব্রয়লার ফিনিশার = ২৫:৭৫ ℅
৪র্থ দিনঃ ব্রয়লার ফিনিশার = ১০০ ℅

বিঃদ্রঃ (ব্রয়লার গ্রোয়ারঃ ব্রয়লার ফিনিশার = ৭৫:২৫ ℅) এর মানে হচ্ছে ৭৫ ভাগ ব্রয়লার গ্রোয়ার ফিডের সাথে ২৫ ভাগ ব্রয়লার ফিনিশার ফিড মিক্সিং করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৩অক্টোবর২০