১০০০ব্রয়লারের লাভ লসের হিসাব
১০০০ মুরগির জন্য ঘর:
পূর্ব- পশ্চিম লম্বা হবে
১০০০ মুরগির জন্য সাধারনত ১১৪০-১২০০ বর্গফুট দরকার,একটু বেশি হলে ভাল.গরমের সময় সুবিধা হয়.
বিভিন্নভাবে ১০০০ বর্গফুট করা যায়,যার যার সুবিধা অনুযায়ী.
যেমন
২৩*৫২ :১০৪০ বর্গফুট বা ২০*৫৭ :১১৪০ বা ৭০*১৭:১১৯০বা৭৫*১৫:১১২৫ বর্গফুট,
দৈঘ্য যা ইচ্ছা করা যায়,প্রস্থ ২৫ফুট এর বেশি করা ভালনা.এতে গ্যাস বের হতে পারেনা।
উচ্চতা ৮-৯ ফুট হলে ভাল তবে অধিকাংশ ৭-৮ ফুট,ফ্লোর পাকা ভাল কিন্তু কাচা হলে ইটের খোয়া এবং বালি দিয়ে,তারপর এটেল মাটি দিয়ে লেপে দিতে হবে. শুধু কাচা হলেও চলে.
পাকা ফ্লোর
সুবিধা
পরিস্কার করা সহজ
ইদুরের আক্রমণ কম হয়
জীবাণূ আক্রমণ কম হয়
অসুবিধা
ফ্লোর পাকা হলে ফ্লোর ভেজা ভেজা থাকে
কাচা ফ্লোর
সুবিধা
খরচ কম
লিটারের আর্দ্রতা সহজে শোষে নেয়
অসুবিধা
পরিস্কার করা কঠিন,জীবণূ থেকে যায়।
ঘর তৈরির খরচ:
বিভিন্ন ভাবে বিভিন্ন খরচ করে ফার্ম করা যায়.আমি একটা হিসেব দিলাম(১০০০ ব্রয়লারের জন্য)
পিলার ২০টি ২০০০০টাকা
কাঠ ৩০০০০
টিন ৩০০০০
পরদা৫০০০টাকা
মিস্ত্রি ১০০০০টাকা
নেট ১২০০০টাকা
পাত্র,ব্রডার ১০০০০টাকা
মাটি কাটা ১০০০০টাকা
ইলেক্ট্রিকেল ৫০০০টাকা
সিলিং ৩০০০টাকা
সাইড ওয়াল ১২০০০টাকা
টোটাল:,১,৪৭,০০০টাকা
এর কম -বেশিও হতে পারে।
১০০০ ব্রয়লার মুরগি পালতে
খাবার লাগবে ৫০ব্যাগ*২১৫০:১০৭৫০০টাকা(অনেকে ৪০-৬০ বস্তা পর্যন্ত খাওয়ায়,২৫-৩৫দিন পর্যন্ত পালে)
বাচ্চা১০০০*৬০; ৬০০০০,এখন বাচ্চার রেট ২৫-৩০টাকা আর মুরগির দাম ১১০ টাকা।
মেডিসিন ৭০০০টাকা
টিকা ২০০০টাকা
বিদ্যুৎ ১০০০টাকা
লিটার৩০০০টাকা
কর্মচারী ৮০০০টাকা
টোটাল,১,৮৯,৫০০টাকা
৩০দিন পর ১৭০০ গ্রাম করে ১০০০-৫০ :৯৫০ টির ওজন ১৬১৫ কেজি * ১২৫ টাকা দরে(এখন রেট ১৩০টাকা):২০১৮৭৫টাকা( ৫০ টা মৃত ধরে)
তাহলে লাভ:২০১৮৭৫-১৮৯৫০০:১২৩৭৫টাকা
বেশি লাভ করতে হলে
কর্মচারী ছাড়া ৮০০০ টাকা সেভ হবে
খাবার নগদ হলে ৫০০০ (বস্তা প্রতি ১০০ টাকা কম লাগবে.)
লাভ নির্ভর করে বাচ্চার দাম,রেডি মুরগির দাম,ওজন বেশি আসার উপর মানে ওজন ১৭০০ (৪৭ কেজি * ১২৫:৬০০০টাকা , এবং ওষধ খরচ কমানোর উপর(৩০০০টাকা)
(বাচ্চার রেট বিভিন্ন সময়২০-৮০টাকা পর্যন্ত হয়,ওজন বিভিন্ন কারণে ১৪০০গ্রাম-১৮০০গ্রাম পর্যন্ত হয়,ফিডের দাম ২০০০-২২৫০টাকা পর্যন্ত হয় যা বাকি বা নগদের উপর নির্ভর করে,নিজে পালন করলে ৮০০০টাকা কম লাগবে,অনেক সময় মেডিসিন ৪০০০-১৫০০০টাকা হয়,মরটালিটি ২%-৫০% হয়)
মুরগি যদি ৩০ টা কম মরে তাহলে ৩০*১৭০০:৫১ কেজি *১২৫: ৬০০০টাকা
বাচ্চার দাম যদি ১ টাকা কম হয় তাহলে ১০০০ টাকা
সবকিছু ঠিক থাকলে লাভ হবে:১২৩৭৫+৫০০০+৬০০০+৩০০০+৬০০০+১০০০০+৫০০০:৪৭৩৭৫ টাকা
তাছাড়া রেডি মুরগির দাম যদি আরো ১০ টাকা বেশি হয় তাহলে লাভ ১৫২০*১০:১৫২০০ টাকা যোগ হবে.১৫০০০+৪৭৩৭৫:৬২,৩৭৫ টাকা
আবার সমস্যা হলে ৫০,০০০ টাকা লসও হতে পারে তাই সবকিছু মাথায় রেখে ব্যবসা শুরু করা উচিত.
তবে সঠিকভাবে পরিচালনা করলে লাভ বেশি না হলেও লস হবেনা( আল্লাহ যদি চায়)।
ফার্মসএন্ডফার্মার/১৫অক্টোবর২০