ডেইরি ফার্ম করে লাভবান হতে চাইলে যেসব বিধিনিষেধ মেনে চলতেই হবে

905

প্রিয় খামারি ভাইয়েরা আপনাদের অবশ্যই নিম্নলিখিত ব্যাপারগুলো মানতে হবে ।যদি আপনি আপনার খামার লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চান।

১/গরুর খাবার পাত্র এবং পানির পাত্র আলাদা রাখুন।
২/পানির পাত্রে সব সময় ফ্রেশ পানি রাখুন।
৩/দানাদার খাবার যথাসম্ভব শুকনা খাওয়ানোর চেষ্টা করুন প্রয়োজন হলে অল্প পানি মিশান।
৪/গাভী ছয় মাসের গর্ভবতী হলে লবণ খাওয়ানো বন্ধ করুন এবং বাচ্চা দেওয়া পর্যন্ত তা পালন করুন। এতে গাভীর ওলানে পানি আসবে না।
৫/গর্ভবতী গাভী এবং নতুন বীজ দেওয়া হয়েছে এমন বকনা আলাদা রাখবেন।
৬/আপনার ফার্মে ভালো পার্সেন্ট এর ব্রীডিং বোল রাখুন বা কিনুন বা বানান । এতে করে কনসিভ না করার সমস্যা দূরীভূত হবে।
৭/নিজের ফার্মের বকনা বাচ্চাকে গাভী বানান।কারণ আপনি কখনই কিনতে গেলে ভালো গাভী কিনতে পারবেন না।
৮/ফার্মের বায়োসিকিউরিটি মেনে চলুন অন্যকে মানতে বাধ্য করুন। অন্য খামারে দুধ দোহন করে এমন দুহনকারী পরিহার করুন।
৯/ফার্মের প্রতিটি গরুর, খাবারের বা ক্রয়-বিক্রয়ের সবকিছু রেকর্ড রাখুন।
১০/নিয়মিত সংক্রামক রোগের টিকা প্রদান করুন এবং সময়মতো কৃমিনাশক ঔষধ খাওয়ান।
১১/ইঞ্জেকশন পুশিং করা নিজেই শিখে রাখুন।

ডা: মোঃ শাহিন মিয়া
বিসিএস প্রাণিসম্পদ
ডি.ভি.এম(সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)

ফার্মসএন্ডফার্মার/২৬অক্টোবর২০