ইঁদুর নিয়ে বিপদে আছেন যারা, তাদের জন্য স্থায়ী সমাধান

504

ইঁদুর নিয়ে বিপদে আছেন যারা, তাদের জন্য পার্মানেন্ট সমাধান :-

ইঁদুর হল খামারী ভাইদের জাতশত্রু। ইঁদুর অনেক রোগের বাহন। বিশেষ করে লেয়ার খামারী ভাইয়েরা এর যন্ত্রনায় সবথেকে বেশী ভুগেন। যাদের খামারে ইঁদুরের উৎপাত বেশী তাদের খামারে সালমোনেলার সমস্যা অনেক বেশী হয়।
আর যাদের ফ্লোরে ব্রয়লার বা লেয়ার করেন তাদের জন্য যন্ত্রনার আর এক নাম ইঁদুর। এদের জন্য ফ্লোরের অস্তিত্ব টিকিয়ে রাখা দায় হয়ে পড়ে।

আজ ইঁদুর রোধক ফ্লোর বানানোর পদ্ধতি আলোচনা করব:-
কি কি লাগবে:-
১। সিমেন্ট বা মাটি
২। কাচের বোতল
পদ্ধতি:-

এটা খুবই সহজ এবং কার্যকরী পদ্ধতি ইঁদুরের হাত থেকে শেডের ফ্লোর বাচানোর জন্য।
প্রথমে কাচের বোতল গুলো ভেঙে নিতে হবে সাবধানে মোটামুটি ছোট সাইজে। তারপর এর সাথে মাটি মিশিয়ে শেডের মূল ফ্লোরের ৩ ইঞ্চি নিচে একটা কাচ এবং মাটির স্তর দিতে হবে। তার উপরে ঢালাই কিংবা নতুন মাটি দিয়ে ফ্লোর বানালেই আপনার ইঁদুর প্রতিরোধী ফ্লোর হয়ে যাবে।

এটা ফ্লোর পাকা করার সময় কিংবা মাটি ভরাট করার সময় করলে সবথেকে ভাল হয়। এমনকি যারা সমস্যা ভোগ করছেন তারাও এটা করতে পারেন।

ফার্মসএন্ডফার্মার/২৭অক্টোবর২০