টবে পেয়ারা গাছের ডালও শিকড় ছাটাঁইয়ে ফলন বাড়বে কয়েক গুন।
ফল গাছ রোপণ করাই আসল কথা নয়। রোপণ থেকে শুরু করে ফল ধারণ পযর্ন্ত ফল গাছের বিভিন্ন প্রকার পরিচর্যা করতে হয়। এর মধ্যে সুষম সার প্রয়োগ, রোগ ও পোকা মাকড় দমন, প্রয়োজনমত পানি সেচ, ডাল ছাটাঁই, শিকড় ছাটাঁই ফল গাছ ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ।
আজ আমরা টবে পেয়ারা গাছের ডাল ছাটাঁই ও শিকড় ছাটাঁই নিয়ে আলোচনা করব।
প্রধানত দুটি উদ্দেশ্যে ফল গাছের ডাল ছাটাঁই করা হয়ে থাকে। প্রথমত, অফলন্ত বা অল্প ফল দেওয়া গাছকে অধিক ফল দেওয়া গাছে রূপান্তর করা, দ্বিতীয়ত, অফলন্ত ও ফলন্ত ফলগাছের অপ্রয়োজনীয় দুবর্ল, চিকন, নরম, ভাঙ্গা ও মরা ডাল-পালা এবং রোগ ও পোকা আক্রান্ত ডালপালা ছাটাই করে গাছের ভেতরের দিকে আলো-বাতাস চলাচল স্বাভাবিক রাখা। এর ফলে গাছের আকার আকৃতি ঠিক থাকে। তবে গাছে ফুল আসার আগে আগে বা ফল ধরা অবস্থায় শাখা-প্রশাখা ছাটাই করা ঠিক নয়।
পেয়ারার ডাল ছাটাঁইয়ের নিয়ম:
প্রাকৃতিকভাবেই পেয়ারা গাছ ঝোপালো হয়। এ জন্য মূল কান্ড ছাড়া গাছের গোড়া থেকে বের হওয়া শাখা কেটে দিতে হয়। পেয়ারার পুরনো ডালে সাধারনত ফল ধরে না। তাই ফল সংগ্রহের পর শাখা-প্রশাখাগুলোর আগা মানে যে ডালে ফল ধরেছে ওই ডালের ফল ধরবার একটা গিট রেখে পরে অংশ কাটতে হবে।
পেয়ারার শিকড় ছাটাঁইয়ের নিয়ম:
পেয়ারার ৩/৪ বছরের পর হতে ৭/৮ বছর পর্যন্ত ডি পটিং সহ শিকর কেটে দিলে ভাল ফলন পাওয়া যায়। শিকড় কাটার সময় খেয়াল রাখতে হবে যেন মুল শিকড়ে যেন কোন আঘাত না লাগে। শিকড় সহ কিছুটা মাটি সরিয়ে নিয়ে সু্ষম সার দিয়ে টব পূর্ণ করতে হবে।
গাছের ডাল ও শিকড় ছাটাঁইয়ের মাধ্যমে ফল গাছকে সুস্থ-সবল রেখে বেশি পরিমাণে ফলন পাওয়া সম্ভব। এ জন্য বিভিন্ন ফলের জাত, বয়স ও আকার অনুয়ায়ী ছাটাঁই করলে গাছের সুষ্ঠু বৃদ্ধি ও ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
লেখকঃ
মো: মাহফুজুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
Email: [email protected]
ফার্মসএন্ডফার্মার/২৮অক্টোবর২০