শ্বাসতন্ত্রের লক্ষণ দেখে ৯টি রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায়
১.তীব্র রোগে,মুখ হা করে(গ্যাস্পিং(gasping ) নিশ্বাস নেয়
রানিক্ষেত বা আই এল টি সাথে মর্টালিটি থাকবে।
মুখ বন্ধ করে শ্বাস নেয়(গ্যাস্পিং)
ক্রনিক শ্বাসতন্ত্রীয় রোগ
২.বাচ্চায় গ্যাস্পিং(gasping) (শ্বাসকষ্ট) এবং রেটলিং(Rattling) সাউন্ড
আই বি(ব্রংকাইটিস)
৩.বাচ্চায় গ্যাস্পিং(gasping) সাউন্ড
এস্পারজিলোসিস
৪.Dyspnea(কষ্টকর শ্বাস)
করাইজাা বা শ্বাস নালিতে কৃমি
৫।হাঁচি ও কাশি দেয়।
ই- কলাই ও পলোরাম
৬।হাল্কা হাঁচি, কাশি ও সর্দি
মাইকোপ্লাজমোসিস
৭। হাল্কা বা বেশি ঠান্ডা অনেকদিন ধরে চলতে থাকে
এ আই(৯),লেন্টোজেনিক রানিক্ষেত
শিউর হতে হলে টেস্ট করতে হবে।
ফার্মসএন্ডফার্মার/৩০অক্টোবর২০