টার্কির ১২ টি রোগ ও চিকিৎসা

1157

১: টার্কি বাচ্চা ফুটার পর নাভি শুকানোর
জন্য”কসোমিক্স প্লাস” অথবা salco p ৩দিন পানির সাথে। মৃত্যু হার কম হবে এবং ভালো কার্যকারি।
২: ফাউলপক্স/গুটির জন্য ১চামুচ “পটাশ” ২ চামুচ
চুনের সাথে পরিমান মত পানি দিয়ে পেষ্ট তৈরি করে
দিন ২বার গোটাতে লাগিয়ে দিন,পরপর ২দিন।খেয়াল রাখবেন চোখে যেন না যায়।পানির সাথে পেক্সাসিন দিন, গাঁয়ে জ্বর থাকলে ফাষ্ট ভেট দিন।

৩: প্রতি ২ মাসে একবার কৃমির ঔষধ”এভিনেক্স” দিতে হবে।
৪: উকুন হলে”এরোসল”বা পিপড়ার ঔষদ
ব্যাবহার করলে ভালো ফল পাবেন।ডানার নীচে
এবং লেজের নিচে খুব সতর্কতার সাথে হালকা
ভাবে ছিটিয়ে দিন।

৫: রাণীক্ষেত হলে”ইরোকট” খুব কার্যকারি
ঔষধ। রোগ দেখা দেওয়ার সাথেসাথে চিকিৎসা
করতে হবে। এজন্য সবসময় “ইরোকট” ঘরে
রাখতে হবে। দেরি হলে কিন্তু ১০০% সর্বনাশ।রানীক্ষেত এর বিকল্প বিভীন্ন চিকিৎসা আছে তবে সব চিকিৎসাই আংশিক কার্যকর। এ জন্য যথা সময়ে ভেক্সিন করা জরুরী।

৬: টার্কির পালক পড়ে যাওয়া এবং খাদ্যে অরুচির জন্য
“জিস ভেট” দারুন কার্যকরি।এটা ডিমের খোসা মজবুত করে,ডিম পুষ্ট করে।
৭,পায়ের দূর্বলতার জন্য ভিউ ভিট(মানুষের টা) + ক্যলসিয়াম খাওয়ান।
৮,ফাউল কলেরা হলে প্রথমে দূর্ঘন্ধ যুক্ত চুনা পায়খানা ও পরে পায়খানা হালকা সবুজ হয়ে যায়, ডানা ঝুলে পরে,ঘাড় বা পা বাকা হয়ে যায়।এ সমস্যার জন্য Esb30 বেশ

কার্যকরী। এতে কাজ না হলে লিষ্টিন প্লাস খাওয়ান।
৯,ছোট বাচ্চার প্যরালাইজড হলে পা সূত দিয়ে স্বাভাবিক বাচ্চার সমান গেপ রেখে বেঁধে দিন।ভিটা ৩ খাওয়াতে থাকুন।আশা করা যায় ভাল হয়ে যাবে।
১০,ঠান্ডা জনিত কারনে বা অন্য কোন কারনে চোখ বন্দ হয়ে গেলে চোখ ভালো করে কটনবার বা পরিস্কার সূতি কাপড় দিয়ে পরিস্কার করে সিভডেক্স ভেট ড্রপ দিন সকাল, সন্ধা।
১১,শীতে টার্কির ঠান্ডা একটি কমন সমস্যা তাই কুসুম গরম পানি দেন,সাথে মাইক্রোনিড খাওয়ান ৩-৫ দিন, পরিমান মতো।কুয়াশা যেন ফার্মে না ডুকে,শুকনা লিটার ভারি করে দিন,প্রয়োজনিয় তাপের ব্যবস্থা করুন।
১২,টার্কি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কিন্তুু মিট করে না,তাহলে AD3E খাওয়ান(রাতে) ৭ দিনেই দেখবেন ত্যজ কেমন বেড়ে যায়।
যারা শখের বসে বা বানিজ্যিক ভাবে টার্কি পালন করেন, প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তেমন ধারনা নেই এবং অনেক
ক্ষয়ক্ষতির সম্মুখিন হন, তারা এই চিকিৎসা টার্কি
তিতির ও দেশি মুরগির ক্ষেত্রে প্রয়োগ করতে
পারেন।।

তবে অবশ্যই চেষ্টা করবেন ভাল ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে।
আমার পরামর্শ গুলো আমার অভিজ্ঞতা থেকে দেওয়া। দ্বীমত,তীমত থাকতেই পারে।
সব মতামতই গ্রহনীয়।একজন ক্ষুদে খামারী যেন লাভজনক টার্কি খামার গড়ে তুলতে পারেন এ জন্য আমার পরামর্শ গুলো শেয়ার করলাম।

ফার্মসএন্ডফার্মার/০৮নভেম্বর২০২০