গাভীর স্বাস্থ্যসম্মত লালন-পালন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা।
স্বাস্থ্যসম্মত লালনপালন বলতে এমন কতগুলো স্বাস্থ্যগত বিবিধব্যস্থাকে বোঝায় যা এ যাবতকালে পশুসম্পদ উৎপাদনে ব্যবহৃত হয়ে এসেছে।
এগুলো হলঃ-
১) বাসস্থান নির্মাণে আলো-বাতাসের ব্যবস্থা ও দূর্যোগ নিবারণ করা।
২)খাদ্য ও পানির পাএ পরিষ্কার রাখা।
৩)পচা,বাসি ও ময়লাযুক্ত খাদ্য ও পানি পরিহার করা।
৪) সর্বদা তাজা খাদ্য ও পানি সরবরাহ করা।
৫)প্রজনন ও প্রসবে নির্জীবাণু পদ্ধতি অবলম্বন করা।
৬)দ্রুত মল-মুত্র নিষ্কাশন করা।
৭) অসুস্থ গাভীকে আলাদা রাখা।
৮)নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা।
৯)সংক্রামণ ব্যাধির প্রতিষেধক টিকা প্রয়োগ করা।
১০) গর্ভাবস্থায় গাভীর সুষ্ঠু ও পর্যাপ্ত সুষম খাদ্যের প্রয়োজন মেটানো।
ফার্মসএন্ডফার্মার/১০নভেম্বর২০২০