ডিমের প্রডাকশন নির্ভর করে ৩টি বিষয়ের উপর
১.
৫,১০,১৬ সপ্তাহের ওজন বিশেষ করে ৫ সপ্তাহের ওজন
২.
১৬ সপ্তাহের ইউনিফর্মিটি
৩।
ডিমের প্রডাকশনের শুরু থেকে পিকে আসার আগ পর্যন্ত ৩০০গ্রাম ওজন বাড়া
১ম সপ্তাহের গ্রোথ(বৃদ্ধি) বিশেষ করে ১ম ৫ সপ্তাহের গ্রোথ ইন্টার্নাল অর্গান ও ইমোউন সিস্টেমের উপর প্রভাব ফেলে.১ম সপ্তাহের গ্রোথ ভাল হলে প্রডাকশনের সময় মেটাবলিজম ভাল হবে।
ইউনিফর্মিটি নির্ভর করে মুরগির ঘনত্ব,বাচ্চার কোয়ালিটি,ব্রুডিং,ফিড ফর্মুলেশন ও ভ্যাক্সিনেশনের উপর।
ওজন নির্ভর করে লাইটিং,ফিড ফর্মুলা,ফিড প্রেজেন্টেশন,পানির তাপমাত্রা ইতাদির উপর।
ফার্মসএন্ডফার্মার/১৮নভেম্বর২০২০