ডালিমের ফল পঁচা রোগ
লক্ষণ
বোটা থেকে পচন শুরু হয়ে ফল পচেঁ যায়।
প্রথমে ছত্রাক পরে ব্যাকটেরিয়ার আক্রমনে ফল দ্রুত পচেঁ যায়।
ফলে শুরুতে বাদামী পরে কালো দাগ হয়।
গুদামে বেশীদিন রাখা যায় না, বাজারদর কমে যায়।
প্রতিকারঃ
বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলোবাতাস চলাচলের ব্যবস্থা করা।আক্রান্ত অংশ সংগ্রহ করে পুতে ফেলা।
ফল সংগ্রহে আঘাত না দেযা, একটু বোটাসহ ফল সংগ্রহ করা।
৫২ ডিগ্রি সেঃ তাপমাত্রার পানিতে ফল ১০ মিনিট চুবিয়ে গুদাম জাত করা।
কার্বেন্ডাজিম ৫০ডব্লিউপি ( অটোস্টিন/করজিম/গোল্ডাজিম/ সিনডাজিম/ নোইন/সিডাজিম/আরবা/গিলজিম/জেনুইন/হেডাজিম/টপসিল প্লাস)-২ গ্রাম/লিঃ পানি স্প্রে।
ফার্মসএন্ডফার্মার/২৮নভেম্বর২০২০