বছরব্যাপী সবজির চাষাবাদ

1399

ষড়ঋতুর দেশ বাংলাদেশ দেশ। অর্থাৎ এখানে ১২ মাসে ঋতু বা মৌসুম ছয়টি। আর কৃষির মৌসুম তিনটি- খরিফ-১, খরিফ-২ ও রবি। ফসল আবাদ ও উৎপাদনের ওপর ভিত্তি করে কৃষি মৌসুমকে তিনভাগে ভাগ করা হয়েছে। কিন্তু ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতি দিনই কিছু না কিছু কৃষি কাজ করতে হয়। কৃষিকাজে মূলত সারা বছরই কম বেশী ব্যস্ততা থাকে। বিশেষ করে চার ফসলী জমি নিয়ে বছরের ৩৬৫ দিনই কৃষককে ব্যস্ত থাকতে হয়।

দম নেওয়ার ফুরসত থাকে না। সে জন্য বলা যায় বছরের প্রতিটি দিনই কৃষকের জন্য গুরুত্বপূর্ণ। ফলে কৃষি পঞ্জিকায় কোনো ছুটির দিন থাকে না। চাষিরা নিজস্ব চিন্তা ধারা, চাহিদা ও আর্থিক দিক বিবেচনা করে নিজের মতো প্রতিদিনের কাজগুলোকে সাজিয়ে নেবেন ও বাস্তবে রূপ দেবেন। এখানে প্রচলিত কিছু ফসল নিয়ে বছরের ৩৬৫ দিনের একটি পঞ্জিকা সাজানো হয়েছে। কৃষকভাইদের কোনো কাজে এলে আইডিএফ এর এই প্রচেষ্টা সফল হবে। প্রত্যাশা একটাই- কৃষকরা লাভবান হলে সমৃদ্ধ হবে কৃষি ভুবন।

ফার্মসএন্ডফার্মার/০১ডিসেম্বর২০২০