ড্রাগন চাষের ক্ষেত্রে শীতকালীন পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এ সময় ভালো যত্ন নিলে সামনের গরমে ফলন ভালো পাবেন। সাধারণত শীতের ৪-৫ মাস ফলন বন্ধ থাকে । এটি গাছের বাড়ন্ত সময়। এ সময় গাছের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় এবং নতুন নতুন শাখা বের হয় ।
√এসব শাঁখা থেকে শক্ত একটি শাখা রেখে বাকি গুলো কেটে দিতে হবে।
√প্রধান শাখাটিকে নুন্যতম ৪ ফুট পর্যন্ত বড় হওয়ার পর এর থেকে শাখা প্রশাখাগুলো রেখে দিতে হবে।
অপ্রয়োজনীয় ছোট ছোট অসংখ্য শাখা নিয়মিত কেটে দিতে হবে।
সার_ব্যবস্থাপনা
শীতের শুরুতে এক বার এবং শেষে এক বার সার দিতে হবে। সাধারণত প্রতি পিটে/ গর্তে এক সাথে ৪ টি গাছ থাকে।
প্রতিটি গর্তে সারের পরিমাণ (জমিতে)-
ভার্মিকম্পোস্টঃ ৫০০-১০০০ গ্রাম
ইউরিয়া-২০০-২৫০ গ্রাম
টিএসপি-১০০ গ্রাম
পটাশ-১০০ গ্রাম
বোরন- ৩/৫ গ্রাম
হাড়ের গুঁড়া- চায়ের ১ কাপ পরিমাণ
টবের ক্ষেত্রে –
ভার্মি কম্পোস্ট -২৫০ গ্রাম
টি.এস.পি-৩০ গ্রাম
পটাশ-৩০ গ্রাম
ইউরিয়া-৫০ গ্রাম
>> চারা রোপণের এক মাস পর থেকে এক বছর পর্যন্ত প্রতি গর্তে তিন মাস পর পর ১০০ গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করতে হয়।
>>প্রতি মাসে এক বার জ্যামপ্রো ,করমিল রিডোমিল ,নাভাডা , ক্যালিবার এসব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে ভিজিয়ে দিতে হবে ।
>>সম্ভব হলে আপনার ড্রাগন গাছটি রাতে পলিথিন কাগজে ঢেকে রাখুন দিনে এটিচারপাশ খুলে রাখুন গাছ সুস্থ থাকবে । কম রোগ বালাই আক্রান্ত হবে ।
ফার্মসএন্ডফার্মার/০৬ডিসেম্বর২০২০