\লেয়ারের খাচার সঠিক মাপ এবং জায়গার পরিমান।
লেয়ারের জন্য যে খাঁচা বানানো হয় তাতে তিনটি স্তর থাকে।
প্রতিটি স্তরে চারটি করে একপাশে মোট ১২ টি করে দুই পাশে ২৪ টি বক্স থাকে।
অর্থাৎ এক ইউনিট খাঁচায় মোট ২৪ বক্স এবং প্রতি বক্সে ৩ টি করে ৭২ টি মুরগী রাখা যায়।
খাঁচার মাপ:
প্রতিটি ইউনিটের দৈর্ঘ্য * প্রস্থ * উচ্চতা = ১.৫ ফুট * ১ ফুট * ১.৫ ফুট।
নিচের স্তরের একপাশের ট্রে থেকে অন্যপাশে ডিমের ট্রে পর্যন্ত হয় ৭ ফুট ১০ ইঞ্চি ।
নিচের স্তরের পায়া থেকে পায়া পর্যন্ত দূরত্ব হয় ৬ ফুট ৬ ইঞ্চি ।
প্রতিটি ইউনিট লম্বায় হয় ৬ ফুট ২ ইঞ্চি ।
এখন যদি আমরা ১০০০ লেয়ারের জন্য ঘরের মাপ নিতে চাই তা হলে সহজ হিসেব দাড়াবে।
প্রস্থ: ২.৫ ফুট হাটার জায়গা + ৭ ফুট ১০ ইঞ্চি খাঁচা + ৪ ফুট মাঝখানের হাটার যায়গা + ৭ ফুট ১০ ইঞ্চি + ২.৫ ফুট হাটার জায়গা অর্থাৎ সর্বমোট সর্বনিন্ম ২৫ ফুট। (প্রায়)
দৈর্ঘ্য : প্রতিটি খাঁচায় ৭২ টি করে মুরগী হলে ১০০০ এর জন্য লাগবে ১৪ টি খাঁচা।
দুই সারিতে বসলে প্রতি সারিতে খাঁচার ইউনিট বসবে ৭ টি অর্থাৎ শুধু খাঁচার জন্য লাগবে ৭*৭৪ (৬ ফুট ২ ইঞ্চি প্রতি ইউনিটের দৈর্ঘ্য ) ইঞ্চি = ৫১৮ ইঞ্চি বা ৪৩ ফুট ২ ইঞ্চি ।
দুই পাশে হাঁটার জায়গা লাগবে ৩ ফুট করে ৬ ফুট।
অর্থাৎ, মোট দৈর্ঘ্য হবে প্রায় ৫০ ফুট।
সুতরাং ঘরের মোট মাপ হবে ৫০*২৫ ফুট = ১২৫০ স্কয়ার ফুট শুধুমাত্র খাঁচা এবং হাটার জায়গা বাবদ।
খাদ্য রাখা বা স্টোর এবং থাকার জন্য আলাদা রুম লাগবে।
যদি ড্রেন করা হয় তা হলে প্রতিটি ড্রেনের প্রস্থ হবে ৬ ফুট ৪-৫ ইঞ্চি। যা একদিকে ৬ ইঞ্চি থেকে শুরু হয়ে অন্যদিকে ১-২ ফুট পর্যন্ত ঢালু হবে।
ফার্মসএন্ডফার্মার/০৭ডিসেম্বর২০২০