সরিষার খৈলের দুর্গন্ধ রোধক করার উপায়

1085

পানিতে ভেজা থাকার সময় এবং সরিষার খৈল থেকে উৎপাদিত তরল সার ব্যাবহারের সময় প্রচুর দূর্গন্ধ ছড়ায়।
সরিষা খৈল খুব উপকারী একটি জৈব সার। অনেকে বলে থাকেন সরিষা খৈল গাছের জন্য হরলিক্স এর মতো কাজ করে । গাছের বৃদ্ধিতে সাহায্য করে, কারন এতে গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে।

প্রতি ১ কেজি সরিষার খৈল এর সাথে আনুমানিক ৫০ গ্রাম গোবর, ২০০ গ্রাম গুড় ও ১০০ গ্রাম খেসারী/মটর এর বেসন দিবেন ( সয়াবীনের বেসন ভুলেও না) তারপর পচাবেন। পচানোর পাত্র মাটির হলে ভাল হয় (ভুলেও ধাতব নয়)। এভাবে মিশ্রন টি ৭ দিন সকাল বিকাল ক্লক ও এন্টি ক্লক নাড়াবেন। এই মিশ্রনটি ১৫ দিন পর পানির সাথে মিশিয়ে গাছে দিবেন।

এই উপায় টা আমার গত প্রায় সাত মাসের কার্যফল। আমি নানা উপায়ে কখনো গুড় দিয়ে/গুড় ছাড়া/বেসন বেশী দিয়ে কম দিয়ে /খৈল বেশী বা দিয়ে / কখনো ১০ দিন কখনো ১৫ দিন পচিয়ে / গাছের ছবি তুলে এবং সেই প্রতিটা রেসিপি এক মাস ফলোআপ করে এই বর্ননা দিয়েছি।

লেখা : জোহেব হাসান।

ফার্মসএন্ডফার্মার/২৪ডিসেম্বর২০২০