গরু কেনার আগে যেসব বিষয় জানা দরকার

1426

মোটাতাজাকরণ করণে পশু ক্রয়ের বিবেচ্য বিষয় সমূহঃ

১/পশুটির পূর্বে ইতিহাস ভাল করে জেনে নিতে হবে।
২/মাথা ও গলা খাটো ও চৌড়া হতে হবে।
৩/কপাল প্রশস্ত হতে হবে।
৪/গায়ের চামড়া ঢিলাঢিলি হতে হবে।
৫/গায়ের রং কালো অথবা লাল হতে হবে।
৬/পিঠ চ্যাপ্টা এবং সমতল হতে হবে।
৭/কোমরের দুপাশে প্রশস্ত এবং পুরু হতে হবে।
৮/বুক প্রশস্ত এবং বৃতিত

৯/শরীরের হাড়ের আকার মোটা হতে হবে।
১০/সামনের পা দুটো হাঁটু এবং শক্তি সম্পন্ন হতে হবে।
১১/সিং খাটো এবং মোটা হতে হবে।
১২/এড়ে অথবা বলদ হতে হবে।
১৩/গরুটির বয়স ২-২.৫বছর হতে হবে অথবা ২/৪ দাঁতের গরু হতে হবে।
১৪/স্বাভাবিকভাবে পশুটি রোগ মুক্ত হতে হবে।
১৫/বদমেজাজি গরু নির্বাচন করা যাবে না।
১৬/গরুটি দাঁড়ানো অবস্থায় একটি আয়তাকার ক্ষেত্রের মতো মনে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৬জানুয়ারি২০২১