কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) প্রতিনিধিদল।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান, সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ, ওয়ার্ল্ড’স পোল্ট্রি অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান এবং ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আহসানুজ্জামান।
সাক্ষাৎকালে দেশের পোল্ট্রি শিল্পে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিপিআইসিসি’র নেতারা করোনার কারণে পোল্ট্রি শিল্পের সমস্যার কথা তুলে ধরেন। তারা দেশে ভুট্টার উৎপাদন বাড়াতে কৃষিমন্ত্রীকে অনুরোধ করেন। বিপিআইসিসি’র নেতারা বলেন, পোল্ট্রি ফিডের প্রায় সবই আসে ভুট্টা থেকে। ভুট্টার উৎপাদন বাড়াতে পারলে ফিডের খরচ অনেক কমবে।
ফার্মের মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর, এ বার্তা কীভাবে ভোক্তার কাছে আরও জোরালভাবে পৌঁছানো যায়, সে ব্যাপারে কৃষিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন বিপিআইসিসি’র নেতারা। তারা পোল্ট্রি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের বিলের ওপর ২০ শতাংশ রিবেট পুনরায় চালুর অনুরোধ করেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর, এ বার্তা সবার কাছে পৌছেঁ দিতে হবে। সে বিষয়ে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ভুট্টার উৎপাদন আরও বাড়াতে কাজ চলছে। দেশের আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী। দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতেও এখন ভুট্টার ভালো ফলন হচ্ছে। কয়েক বছরের মধ্যেই ভুট্টার উৎপাদন দ্বিগুণ হবে।’
ফার্মসএন্ডফার্মার/০৮ফেব্রুয়ারি২০২১