২০ হাজার টাকার টার্কি বা তিতির খামার করে যদি প্রতি মাসে ৩০ হাজার টাকা লাভের আশা করেন তাহলে ১৭/১৮ বছর লেখাপড়া করে ২০ হাজার টাকা বেতনে চাকুরীর কি দরকার। মনে রাখবেন শর্টকার্ট কিছুই ভালো না। সফল মানুষদের সফলতার খবরে সুখের ঢেকুর না তুলে সফলতা অর্জনে কতবার ব্যর্থ হতে হয়েছে তার খোজ নিতে শিখুন, সেটাই আপনার বেশী কাজে দিবে।
কোন জাগায় পাখি বিক্রি হয়, কোন জাগায় ডিম বিক্রি হয়, প্রয়োজনীয় ঔষধ কোন ফার্মেসীতে পাওয়া যায় এসবের কোন খবর না জেনেই বাবা/ ভাইয়ের বিদেশ থেকে পাঠানো টাকায় ২০/ ৫০পিচ পাখি নিয়ে প্রডাকশন শুরু, লক্ষ্য একটাই মাসে ইনকাম ৫০০০০ কয়েক দিনেই কোটিপতি।
অবশেষে রেজাল্ট দাড়ায় ভাই ডিম বিক্রি করতে পাচ্ছি না, পাখি তো সব মরে শেষ হয়ে গেল এখনও বিক্রি করতে পাচ্ছি না।
এইবার অন্যের কষ্টে গড়া বাজারে যা ইচ্ছে দামে সেল করে বাজারের বারোটা বাজিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে সেলফি আপলোড করবে।
ভাই আবারো অনুরোধ করছি ভালভাবে না জেনে, না শুনে গোটা সেক্টরকে ধ্বংস করে দিবেন না।
একজন সফল খামারী অনেক চড়াই উৎড়াই পার করে এখানে আসতে হয়েছে।
ফার্মসএন্ডফার্মার/০৮ফেব্রুয়ারি২০২১