ব্যবস্থাপনার ত্রুটি
১। খাবার এবং পানির পাত্র নিচু অবস্থায় রাখা।
২। মুরগি বসে বসে খাবার এবং পানি খাওয়া।
ভাইরাস জনিত
ভাইরাস জনিত প্যারালাইসিসের কারনে সাধারনত পায়ের গোড়ালি ফুলে যায় এবং তাপমাত্রা বেড়ে যায়। নিন্মোক্ত রোগ গুলো এর জন্য দায়ী:-
১। মারেক’স রোগ:- সাধারনত দুই পা প্যারালাইসিস হয় এবং দুইদিক ছড়িয়ে থাকে।
২। রাণীক্ষেত রোগ
৩। চিকেন এনিমিয়া ভাইরাস।
ব্যাকটেরিয়া জনিত
১। স্ট্যাফাইলোকক্কাস:- সাধারনত জয়েন্ট এবং পায়ের তালু ফুলে যায়।
২। পাস্টুরেলা
৩। মাইকোপ্লাজমোসিস:- পা বাঁকা হয়ে যায়। মাথা বাকা হয়ে যায়।
ভিটামিনের অভাব
১। ভিটামিন – ডি:- হাঁড় নরম হয়ে যায় এবং বাকা হয়ে যায়।
২। ভিটামিন বি-২:- পা বাঁকা হয়ে যায়।
৩। পেরোসিস:- ম্যান্গানিজ অথবা কলিন, নিকোটিক এসিড, পাইরিডক্সিন, বায়োটিনের অভাব।
প্রতিকার
১। উন্নত ব্রুডিং ব্যবস্থাপনা।আমাদের খামারী ভাইগন সবকিছুতে শুধু ঔষধ পছন্দ করেন যেন ঔষধ না দিলে কিছুই হবে না।আরে ভাই মুরগীর খাদ্যে গুলো এমনভাবে বানানো হয় যেন কোন ভিটামিনের ঘাটতি না হয়। কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনা ভাল না হবার কারনে মুরগির খাদ্যনালী যথাযথ বিকাশ লাভ করে না এবং খাদ্যে থাকা ভিটামিন যথাযথ ভাবে মুরগী শোষন করতে পারে না এবং বাহির থেকে ভিটামিন দিতে হয়।
২। খাবার পাত্র মুরগীর পিঠ বরাবর এবং পানির পাত্র চোখ বরাবর রাখা, এর ফলে মুরগী বসে থেকে খেতে পারেনা এবং বসে থাকার ফলে প্যারালাইসিস হয় না। সরচরাচর এটাই মুরগীতে বেশী হয়।
চিকিৎসা
১। প্যারালাইজড মুরগী আলাদা করে রাখা।
২। রেজিস্ট্যার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ মত ঔষধ সেবন।
ফার্মসএন্ডফার্মার/১৩ফেব্রুয়ারি২০২১