লেয়ার মুরগির খাদ্য পরিবেশন ও ডিম উৎপাদন বৃদ্ধির উপায় খামারিদের জানা থাকলে খামারিরা সহজেই লাভবান হতে পারবেন। দেশের ডিমের চাহিদা পূরণে বর্তমানে দেশি মুরগির পাশাপাশি ব্যাপকহারে লেয়ার মুরগি পালন করা হচ্ছে। লেয়ার মুরগি পালনে সঠিক খাদ্য পরিবেশনের মাধ্যমে ডিম উৎপাদন বৃদ্ধি করা যায়। আজকের এ লেখায় আমরা জেনে নিব লেয়ার মুরগির খাদ্য পরিবেশন ও ডিম উৎপাদন বৃদ্ধির উপায় সম্পর্কে-
লেয়ার মুরগির খাদ্য পরিবেশন ও ডিম উৎপাদন বৃদ্ধির উপায়ঃ
আমাদের দেশের বেশিরভাগ লেয়ার খামারে খাদ্য পরিবেশন ব্যবস্থা ঠিক নেই। খামারিরা দিনের যে কোন সময়ে ২-৪ বার সম পরিমাণ খাদ্য দেয়। এর ফলে ৩০ সপ্তাহের পরে মুরগির ওজন বেড়ে যায় এবং আশানুরূপ ডিম উৎপাদন হয় না।
এর প্রধান কারণ হল-
১। লেয়ার মুরগিকে সকালে বেশি পরিমাণে খাদ্য দিলে শরীরে ফ্যাট ডিপোজিশন বেশি হয় এবং ডিমের উৎপাদন কমে হয়।
২। দুপুরে খাদ্য দেয়ায় লুস মোশন বেড়ে যায় বিশেষ করে গরম আবহাওয়ায়।
৩। আর বিকেলে খাদ্য কম দিলে রাতে ডিম উৎপাদন এর জন্য প্রয়োজনীয় পুষ্টি মুরগি পায় না।
লেয়ার মুরগিকে সকালে ৪০% এবং বিকলে ৬০% খাদ্য দিলে-
১। অতিরিক্ত ওজনের মুরগির ওজন হ্রাস পায়, কম ওজনের মুরগির ওজন বাড়ে।
২। খামার ভেদে ৫- ১০% ডিম পর্যন্ত উৎপাদন বাড়ে।
৩। লুস মোশন এবং ইন্ডাইজেশন কম হয়ে।
৪। ঔষধ খরচ কমে যায়।
৫। ডিমের অতিরিক্ত ওজন কমে স্বাভাবিক হয়।
ফার্মসএন্ডফার্মার/২৬ফেব্রুয়ারি২০২১