মাছ চাষের পুকুর তৈরি ও চুন প্রয়োগে করণীয়

665

মাছ চাষের পুকুর পাড়, তলদেশ উন্নয়ন ও চুন প্রয়োগে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। আগের দিনের তুলনায় এখন নদী-নালা ও খাল-বিলে তেমন মাছ পাওয়া যায় না। তাই অনেকেই এখন পুকুরে মাছ চাষ করছেন। আজকের এ লেখায় আমরা জেনে নিব মাছ চাষের পুকুর পাড়, তলদেশ উন্নয়ন ও চুন প্রয়োগে করণীয় সম্পর্কে-

পুকুরের পাড় ও তলদেশ উন্নয়নঃ

পুকুরের পাড় পানি থেকে ৩-৪ ফুট উঁচু হলে ভাল হয়। পুকুরের পাড়ে কোন বড় গাছ থাকা যাবে না। বড় গাছ থাকলে ডাল পালা কেটে সূর্যের আলোর ব্যবস্থা করে দিতে হবে। পুকুরের পাড়ে কোন লতা-পাতা কচু গাছ থাকলে তুলে পরিষ্কার করতে হবে।

পুকুরের তলদেশে ৭/৮ ইঞ্চির বেশি কাদা থাকলে পানি শুকিয়ে তুলে ফেলতে হবে। কারণ অতিরিক্ত কাদা পুকুরের তলদেশে কার্বনড্রাই গ্যাস সৃষ্টি করে ফলে মাছের ক্ষতি হয়।

পুকুরে চুন প্রয়োগঃ

মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। পুকুরে চুন প্রয়োগের ফলে পুকুরের বিভিন্ন রোগের জীবাণু, গ্যাস প্রভৃতি থাকলে এসব ধ্বংস হয়ে যায়। চুন প্রয়োগ না করে সার প্রয়োগ করলে তেমন কাজে আসে না। লাল ও বাদামি রঙের মাটিতে অর্থাৎ যেসব পুকুরের পানি সব সময় ঘোলাটে থাকে সেসব পুকুরে চুনের পরিমাণ বেশি লাগে। সাধারণত প্রত্যেক শতকে ১ কেজি হারে চুন প্রয়োগ করতে হয়। পুকুরে চুন প্রয়োগ করার ৭২ ঘণ্টা পরে মাছ ছাড়তে হয়।

ফার্মসএন্ডফার্মার/৯মার্চ২০২১