সাতক্ষীরায় এক জেলের জালে ধরা পড়ল চার লাখ টাকার মাছ। ঐ জেলের নাম আব্দুর রহিম। তিনি সাতক্ষীরা ঝেরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের বাসিন্দা। বন বিভাগের পাস নিয়ে বনের ভেতর গয়সা নৌকা নিয়ে জাল পেতে মাছ ধরা তার বহু বছরের পেশা। গত মঙ্গলবার বিকেলে মালঞ্চ নদীতে একবার জাল ফেলে লাখপতি হয়েছেন তিনি।
জেলে আব্দুর রহিম বলেন, প্রত্যেকবারে মতোই বনবিভাগের কাছ থেকে পাস নিয়ে কয়েকবার সুন্দরবন গিয়েছি। তবে সেভাবে তেমন মাছ পাইনি। এবার আল্লাহ আমার কপাল খুলে দিয়েছেন। এত মাছ কোনোদিন আমার জালে আটকা পড়েনি।
আব্দুর রহিম বুধবার সকালে তার মাছগুলো নিয়ে আসেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী মৎস্য বাজারে। পরে গাবুরা ফিশ আড়তের মালিক মাছগুলো কিনে নেয়।
আড়তের ম্যানেজার জানান, প্রতিটি মাছের ওজন ছিল ৮-৯ কেজি। মাছগুলো ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। সেই হিসেবে আব্দুর রহিম মাছগুলোর দাম পেয়েছেন চার লাখ সাত হাজার টাকা।
ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০২১