রাজবাড়ীতে ধরা পড়া দুটি মাছ ৫৩ হাজার টাকায় বিক্রি

442

রাজবাড়ীতে ধরা পড়া দুটি মাছ ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১৪ কেজি ওজনের রুই ও ১০ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটিকে ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, বুধবার সকালে স্থানীয় জেলে কালীদাস হালদারের জালে পদ্মা নদী থেকে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি মাছ দুটি ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে বিক্রি করেন। মাছ দুটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এখন পদ্মায় বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। আমি জেলে কালীদাস হালদারের কাছ থেকে মাছ দুটি ৫১ হাজার টাকায় কিনেছি। পরে মাছ দুটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মায় ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাঘাইড়, বোয়াল, কাতল, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০২১