ব্রয়লার মুরগি পালনে খামারিদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। ১ দিনের বাচ্চা থেকে বিক্রির উপযোগী হতে প্রায় এক মাস সময় লাগে। খামারিদের সুবিধাার জন্য ব্রয়লার মুরগি পালনে ১-৩২ পর্যন্ত ভ্যাকসিনের শিডিউল দেওয়া হলো।
আসুন জেনে নিই ব্রয়লার মুরগি পালনে ১-৩২ পর্যন্ত ভ্যাকসিনের শিডিউল:-
বয়স, ঔষধ, ডোজ, সময়
১ম দিন গ্লুকোজ+ভিটামিন সি ৫০ গ্রাম/ লিঃ ৪-৫ ঘণ্টা।
২য়-৪র্থ দিন অক্সিটেট্রাসাইক্লিন (যেমন: রেনামাইসিন পাউডার, ব্যাকটিট্যাব পাউডার, OTC vet ইত্যাদি) ১ গ্রাম/লিঃ সকাল থেকে সন্ধ্যা।
ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH)তবে Activate WD Max হলে ১ গ্রাম/৪ লিঃ পানিতে ১ মিলি/লিঃ সকাল এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল।
৫ম দিন রাণিক্ষেত ভ্যাকসিন সকালে এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল থেকে সন্ধ্যা।
৬ষ্ঠ দিন ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH)তবে Activate WD Max হলে ১ গ্রাম/৪ লিঃ পানিতে ১ মিলি/লিঃ সকাল।
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল।
৭ম-৮ম দিন ভিটামিন B1, B2,(যেমন: Thiavin, Prithi WS ইত্যাদি)ভিটামিন ই ও সেলেনিয়াম ১ গ্রাম/লিঃ সকাল।
৯ম দিন সাদা পানি সারাবেলা (২৪ ঘণ্টা)।
১০ম-১১ দিন গামবোরো ভ্যাকসিন।
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১ মিলি/লিঃ সকাল থেকে সন্ধ্যা।
১২ দিন ক্যালসিয়াম ১ গ্রাম/লিঃ সকাল, ভিটামিন AD3E ১মিলি/৪ লিঃ সকাল।
১৩ দিন সাদা পানি সারাবেলা।
১৪-১৬ দিন এন্টিকক্সিডিয়াল (যেমনঃ ESb3 ইত্যাদি) ২গ্রাম/লিঃ সকাল থেকে সন্ধ্যা
জিংক (যেমন: জিংক ভেট, জিংক প্লাস, জিসআপ ইত্যাদি) ২-৩মিলি/লিঃ সকাল।
১৭-১৮ দিন গামবোরো ভ্যাকসিন।
এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১মিলি/লিঃ।
১৯ দিন সাদা পানি।
২০-২২ দিন গ্রোথ প্রোমোটার ১মিলি/লিঃ সকাল লিকুইড এনজাইম ১মিলি/লিঃ সকাল।
২৩-২৪ দিন রাণিক্ষেত ভ্যাকসিন এন্টিস্ট্রেসর (যেমন: Immofast, Immolite, Immunocare) ১মিলি/লিঃ।
২৫ দিন সাদা পানি।
২৬-২৮ দিন ক্যালসিয়াম ১ গ্রাম/লিঃ সকাল, ভিটামিন AD3E ১মিলি/৪ লিঃ সকাল।
২৯ দিন সাদা পানি।
৩০-৩২ দিন গ্রোথ প্রোমোটার ১মিলি/লিঃ সকাল।
ওয়াটার এসিডিফায়ার (যেমন: Haemico pH, Selko pH-১মিলি/লিঃ পানিতে) অথবা Activate WD Max ১ মিলি/৪ লিঃ পানিতে ভ্যাকসিন প্রয়োগের দিন ব্যাতিরেকে ২য় দিন থেকে ১৪ শ দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী দিনগুলোতে শুধু সকালে পানিতে ব্যবহার করলে সালমোনেলাসহ এন্টেরিক ব্যকটেরিয়াগুলোকে প্রতিরোধ করবে।
উপরোক্ত চার্টটি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। তবে এই চার্ট পরিবর্তনযোগ্য। গুরুত্বপূর্ণ বিষয় সকল ক্ষেত্রেই বায়ো-সিকিউরিটি’র প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত। খামারে রোগ দেখা দেওয়া কিংবা লক্ষণ জানা মাত্রই নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।
ব্রয়লার মুরগি পালনে ১-৩২ পর্যন্ত ভ্যাকসিনের শিডিউল লেখাটির লেখক ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি।
সূত্র: এগ্রিকেয়ার
ফার্মসএন্ডফার্মার/ ০৮ এপ্রিল ২০২১