বিষ দিয়ে ৪০০ ঘুঘু ও কবুতর হত্যা

766

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খাবারে বিষ মিশিয়ে ৩৪০টি ঘুঘু এবং ৬০টি কবুতর হত্যা করা হয়েছে। এ ঘটনায় কবুতরের মালিক নাসির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ করেছেন।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম শেখ তার জমির ধান কেটে নিয়ে সেখানে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ছড়িয়ে রাখেন। বিষাক্ত খাবার খেয়ে গত দুই দিনে নাসির উদ্দিনের ৬০টি কবুতর এবং ৩৪০ ঘুঘু মারা গেছে। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

মোরারেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, আরও পাখি মারা যেতে পারে এমন আশঙ্কা থেকে আমরা পানি ছিটিয়ে পুরো জমি ধুয়ে দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, এই নৃশংস ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মনিরুল ইসলাম আরও জানিয়েছেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কবুতরের মালিক নাসির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্তের পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ফার্মসএন্ডফার্মার/ ০২ মে ২০২১