গরুকে গোসল করানোর সময় যা খেয়াল রাখবেন

1455

গরুকে গোসল করানোর সময় যা অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জানতে হবে। আমাদের দেশে এখন ব্যাপকহারে গরু পালন করা হচ্ছে। অনেকেই গরুর খামার করার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। গরু পালন করার সময় নিয়মিত গরুকে গোসল করিয়ে দিতে হয়। আজকে চলুন জানবো গরুকে গোসল করানোর সময় যা অবশ্যই খেয়াল রাখতে হবে সে সম্পর্কে-

গরুকে গোসল করানোর সময় যা অবশ্যই খেয়াল রাখতে হবেঃ

১। গরুকে গোসল করানোর সময় শরীরের নরম কিছু দিয়ে আলতোভাবে ঘসে দিতে হবে। কোনভাবেই শক্ত কিছু দিয়ে পশুর শরীর ঘসা যাবে না। এতে পশুর লোম উঠে যেতে পারে ও ত্বকের ক্ষতি হতে পারে।

২। গরুকে গোসল করানোর সময় পানির সাথে সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণে জীবাণুনাশক মেশানো যাবে না। সহনীয় মাত্রার তুলনায় বেশি পরিমাণে ব্যবহার করলে গরুর ত্বকের ক্ষতি হতে পারে।

৩। দীর্ঘ সময় ধরে গরুকে গোসল করানো যাবে না। দীর্ঘ সময় ধরে গরুকে গোসল করানো হলে নানা জটিলতা দেখা দিতে পারে। সেজন্য যত কম সময়ে সম্ভব ভালোভাবে পরিষ্কার করাতে হবে।

৪। গরুকে গোসল করানোর সময় সবার আগে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল কোনভাবেই যেন কান কিংবা নাক দিয়ে পানি প্রবেশ না করে। নাক বা কান দিয়ে পানি ঢুকলে গরুর জটিলতা দেখা দিতে পারে। তাই পানি ছিটানোর সময় সাবধানে ছিটাতে হবে।

৫। গরুকে গোসল করানোর পর অবশ্যই শুকনো জায়গায় কিছুক্ষন বেধে রাখতে হবে। এতে গরুর শরীর শুকিয়ে যাবে ও গরুর থাকার স্থান পরিষ্কার থাকবে।

ফার্মসএন্ডফার্মার/ ১০ মে ২০২১