গাভী হিটে আসা বা গরম হওয়ার লক্ষণসমূহঃ
সাধারণত একটি গাভী বাচ্চা দেয়ার ৬ থেকে ৮ সপ্তাহ পর এবং বকনার বয়োঃসন্ধি হওয়ার পর প্রতি ১৭ দিন থেকে ২৪ দিন পর পর হিটে আসে বা গরম হয়। যেসব লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় গাভী বা বকনা হিট অথবা গরম হয়েছে-
১। গাভী বা বকননার মধ্যে একটা চঞ্চলতা দেখা যাবে।
২। গাভী বা বকনা ঘন ঘন ডাকা ডাকি করবে।
৩। গাভী বা বকনা খাওয়া দাওয়া কমিয়ে দিবে।
৪। আরেকটির গায়ে লাফিয়ে উঠে পরতে চাইবে।
৫। সব সময় লেজ একটু উপরের দিকে উঠিয়ে রাখবে।
৬। তার যোনি পথ দিয়ে ডিমের সাদা অংশের মত আঠালো তরল পদার্থ বা মিউকাস বের হবে।
৭। কিছুক্ষণ পর পর প্রস্রাব করবে এবং ইন্ত গরুর গা চাটবে ও শুঁকবে আর নাঁক কুঞ্চিত করবে।
৮। গাভী বা বকনা সহজে বসবে না, সে বেশির ভাগ সময় দাড়িয়ে থাকবে।
হিটে আসা বা গরম হওয়ার সময় কাল ১৬/১৮ ঘন্টা এবং এই সময়ের মধ্যে গাভী বা বক্নাকে প্রজনন করাতে হবে।
ফার্মসএন্ডফার্মার/ ২২ মে ২০২১