গরুর খামারে লাভবান হবার ৮ টি গোপন টিপস

598

গরুর খামারে অধিক লাভবান হতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলো খামারিদের সঠিকভাবে পালন করতে হবে। গরু পালনে লাভ বেশি হওয়ায় দিন দিন গরুর খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে খামার থেকে লাভবান হতে খামারিদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে চলুন জানবো গরুর খামারে অধিক লাভবান হতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে-

গরুর খামারে অধিক লাভবান হতে প্রয়োজনীয় ব্যবস্থাপনাঃ

১। খামারের গরুগুলোকে প্রত্যেক দিন একই সময়ে খাদ্য প্রদান করতে হবে। তবে খাদ্যের পুষ্টিগুণ যাতে ঠিক থাকে ও খাদ্যের পাত্র যাতে পরিষ্কার ও জীবাণুমুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

২। গরুর খামার বা বাসস্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারে পরিবেশ যাতে স্যাঁতস্যাঁতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন হলে নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিতে হবে।

৩। খামারের গরুকে প্রতিদিন পশুকে গোসল করাতে হবে এবং সাথে ব্রাস করলে ভাল হয়। এতে শরীরের পশম উজ্জ্বল ও চকচকে হয়।

৪। গরু যদি নিজ ইচ্ছায় নির্দিষ্ট পরিমাণ খাবার না খায় তবে বাঁশের চোঙা বা প্লাস্টিকের বোতলে করে জোর করে পেট ভর্তি করে খাওয়াতে হবে।

৫। প্রয়োজনের অতিরিক্ত নড়াচড়া করতে দেওয়া যাবে না। কারণ ছাড়া কোনভাবেই গরুকে উত্তেজিত বা বিরক্তত করা যাবে না।

৬। গরুকে নিয়মিত কৃমিনাশক ঔষধ দিতে হবে। কৃমির সমস্যা থাকলে গরুর স্বাস্থ্য নষ্ট হতে থাকে ও খাদ্য চাহিদা কমে যায়।

৭। খামারে গরুর জন্য খাদ্য সংরক্ষণের জায়গা পরিষ্কার রাখতে হবে। সংরক্ষণ করা খাদ্য যাতে ইঁদুর বা কুকুর নষ্ট না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে

৮। খামারের গরুকে সঠিক সময়ে সংক্রামক রোগ সমূহের টিকা দিতে হবে। এতে গরু সহজেই রোগে আক্রান্ত হবে না ও গরু সুস্থ থাকবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৫ জুন ২০২১