৩৮ মণ ওজনের গরুটির সঙ্গে আর একটি ৪ মণ ওজনের বকনা গরু ফ্রি দেওয়া হবে। ঈদকে ঘিরে অনলাইনে গরু বিক্রয়ের জন্য এমন ঘোষণা দিয়েছেন গরুর মালিক মাসুদ রানা।
গরুর নাম ক্যাপ্টেন। নাম শুনলেই বোঝা যাচ্ছে কেমন গরু হবে। গরুটির ওজন ৩৮ মণ।
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির জগদীশপুর গ্রামের নিজ বাড়িতে ৩৮ মণ ওজনের ক্যাপ্টেনকে লালন-পালন করছেন মাসুদ রানা। তিনি গরুটির দাম হেঁকেছেন ২০ লাখ টাকা। এখন পর্যন্ত এর দাম উঠেছে ১৫ লাখ টাকা। যে ক্রেতা ক্যাপ্টেনকে ক্রয় করবে সে ক্যাপ্টেন এর সঙ্গে ফ্রি পাবে ক্যাটরিনা।
মাসুদ রানা জানান, ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি তিনি ভার্চুয়াল হাটেই বিক্রি করতে চান। করোনা ঝুঁকির কারণে তিনি গরুটি হাটে তুলতে চান না। বর্তমানে গরুটি মাসুদ রানার বাড়িতেই রয়েছে।
গরুটির মালিক জানান, গরুটিকে মোটাতাজাকরণের ওষুধ ও ইনজেকশন এমন কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ কৃষি সম্প্রসারণ অনুমোদিত মেশিনে তৈরি খাবার ও বিজ্ঞানসম্মত সঠিক পরিচর্যা করা হয়েছে।
প্রতিদিন গ্রামের অসংখ্য মানুষ গরুটিকে দেখতে আসে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারাও গরুটির স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে।
ফার্মসএন্ডফার্মার/ ২৬ জুন ২০২১