পেট ফুলে মারা যাওয়া মাছের একটি মারাত্মক রোগ। এ রোগে মাছের গুণগত মান নষ্ট হওয়া ছাড়াও মাছ মরে লোকসান গুণতে হয় চাষিদের। প্রাথমিক অবস্থায় মাছের ছোটাছুটি এবং শেষে পেট ফুলে মারা যায়। চলুন জেনে নেওয়া যাক মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্য।
রোগের কারণ : ব্যাকটেরিয়া দিয়ে এ রোগ হয়। আর লক্ষণ হলো : মাছের পেটে তরল পদার্থ জমে পেট ফুলে যায়। মাছ চিৎ হয়ে ভেসে উঠে। ভারসাম্যহীন চলাফেরা করে। হলুদ বা সবুজ রঙের পিচ্ছিল তরল পদার্থ বের হয়। দেহের পিচ্ছিল পদার্থ থাকে না।
প্রতিরোধ ও প্রতিকার : হাত দিয়ে পেট চেপে তরল পদার্থ বের করা। জৈব সার প্রয়োগ করা। চুন প্রয়োগ করা। টেরামাইসিন গ্রুপের ওষুধ খাদ্যের সাথে খাওয়াতে হবে অথবা ইনজেকশন দিতে হবে।
মাছের পেট ফোলা রোগের কারণ ও চিকিৎসা শিরোনামে লেখাটির লেখক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষি প্রাবন্ধিক কৃষিবিদ ফরহাদ আহাম্মেদ সহকারী অধ্যাপক, কৃষিশিক্ষা, শহীদ জিয়া মহিলা কলেজ, ভূঞাপুর, টাঙ্গাইল।
ফার্মসএন্ডফার্মার/ ০২ জুলাই ২০২১