গরু মোটাতাজাকরনে সফলতা পেতে নিচের উল্লেখিত ১০ টি বিষয়ে গুরুত্ব দিন, খামারে মুনাফা নিশ্চিত করুন

465

গরু মোটাতাজাকরনে সফলতা পেতে নিচের উল্লেখিত ১০ টি বিষয়ে গুরুত্ব দিন, খামারে মুনাফা নিশ্চিত করুন;
১) ভাল ব্রিড বাছাইকরন।
২) শুকনা কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরন।
৩) ৪ মাস পরপর কৃমিনাশক ও বছরে ২ বার ভ্যাকসিন প্রয়োগ করন।

৪) গরুর বাজার সম্পর্কে ধারনা রাখা। যাহা- সঠিক দামে গরু ক্রয় ও বিক্রয়ে ভুমিকা রাখবে।
৫) প্রজেক্টের সময় নির্ধারন করন। যেমন- ৩/৪ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি।
৬) প্রজেক্টের সময় নির্ধারন অনুযায়ী গরু বাছাইকরন।
৭) গরুর বয়স অনুযায়ী খাদ্য রেশন তৈরী করন।

৮) দীর্ঘমেয়াদী প্রজেক্ট হলে গরুকে ছেড়ে পালার চেস্টা করা। এতে লেবার, বিদ্যুৎ ও পানি খরচ কমে যাবে।
৯) গরুর বডি ওয়েট অনুযায়ী খাদ্য প্রদান।
১০) অল্প কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারনা।

[পোস্টটি পড়ে উপকৃত হলে, শেয়ার করে মোটাতাজাকরন খামারিদের জানার সুযোগ করে দিন]

ফার্মসএন্ডফার্মার/ ০৯ আগস্ট ২০২১