গরু মোটাতাজাকরনে সফলতা পেতে নিচের উল্লেখিত ১০ টি বিষয়ে গুরুত্ব দিন, খামারে মুনাফা নিশ্চিত করুন;
১) ভাল ব্রিড বাছাইকরন।
২) শুকনা কিন্তু রোগা নয় এমন গরু বাছাইকরন।
৩) ৪ মাস পরপর কৃমিনাশক ও বছরে ২ বার ভ্যাকসিন প্রয়োগ করন।
৪) গরুর বাজার সম্পর্কে ধারনা রাখা। যাহা- সঠিক দামে গরু ক্রয় ও বিক্রয়ে ভুমিকা রাখবে।
৫) প্রজেক্টের সময় নির্ধারন করন। যেমন- ৩/৪ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি।
৬) প্রজেক্টের সময় নির্ধারন অনুযায়ী গরু বাছাইকরন।
৭) গরুর বয়স অনুযায়ী খাদ্য রেশন তৈরী করন।
৮) দীর্ঘমেয়াদী প্রজেক্ট হলে গরুকে ছেড়ে পালার চেস্টা করা। এতে লেবার, বিদ্যুৎ ও পানি খরচ কমে যাবে।
৯) গরুর বডি ওয়েট অনুযায়ী খাদ্য প্রদান।
১০) অল্প কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারনা।
[পোস্টটি পড়ে উপকৃত হলে, শেয়ার করে মোটাতাজাকরন খামারিদের জানার সুযোগ করে দিন]
ফার্মসএন্ডফার্মার/ ০৯ আগস্ট ২০২১