তেলাপিয়া মাছের রোগের ঝুঁকি কমানোর উপায়

437

তেলাপিয়া মাছের রোগের ঝুঁকি কমানোর উপায় আমাদের দেশের মৎস্য চাষিরা অনেকেই জানেন না। পুকুরে মাছের চাষ করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। অধিক লাভের আশায় অনেকেই তাদের পুকুরে তেলাপিয়া মাছের চাষ করে থাকেন। চলুন আজকে জানবো তেলাপিয়া মাছের রোগের ঝুঁকি কমানোর উপায় সম্পর্কে-

তেলাপিয়া মাছের রোগের ঝুঁকি কমানোর উপায়ঃ
১। তেলাপিয়া মাছ চাষের পুকুরের পরিবেশ যাতে দূষিত না হয়ে থাকে সেদিকে নজর দিতে হবে। কোন কারণে পুকুরের পরিবেশ নষ্ট হলে তা দ্রুত ঠিক করতে হবে।

২। তেলাপিয়া মাছের রোগের সঠিক কারণ নির্ণয় করতে হবে। এরপর সেই নির্দিষ্ট কারণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। মাছের চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করতে হবে। কোনভাবেই অতিরিক্ত খাদ্য প্রদান করা যাবে না।

৪। পুকুরে তেলাপিয়া মাছের চাষ করা হলে পুকুরে মাছের ঘনত্ব কমাতে হবে। আর খাঁচায় চাষ করা হলে তেলাপিয়া চাষের খাঁচায় মাছের ঘনত্ব কমাতে হবে।

৫। খুব প্রয়োজন হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ প্রদান করতে হবে।

৬। তেলাপিয়া মাছ চাষের পুকুরে কিংবা খাঁচায় বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৩ আগস্ট ২০২১