বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে

341

বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান।

রোববার জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’। জাতির পিতার এ স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় তা বাস্তব রুপ নিয়েছে। মৎস্যখাত আওয়ামী লীগ সরকারের একটি অন্যতম অগ্রাধিকার ভুক্ত খাত। এখন বাংলাদেশ মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্যের পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য অফিসার কামরুজ্জামান প্রমুখ।

ফার্মসএন্ডফার্মার/ ৩০ আগস্ট ২০২১