শীতকালীন গরুর খামার গরম ও মশামুক্ত রাখার কৌশল
প্রয়োজনীয় উপকরণঃ
১। ১০ কেজি গোবর।
২। ৫০০ গ্রাম নিমপাতা গুড়া।
৩। ১ কেজি দোকানের ফেলে দেয়া চা পাতা।
৪। ১ কেজি ইউক্লিপ্টাস এর পাতার পাউডার।
৫। কাঠের গুড়া ২.৫ কেজি।
ব্যবহারের নিয়মঃ
১। উপরোক্ত সকল উপাদন পরিমান মত মিশিয়ে মন্ড করতে হবে।
২। এরপর ছোট ছোট ডু বা ঘুটে তৈরী করে রোদে শুকাতে হবে।
৩। এরপর একটি মাটির পাত্রে গোবরের তৈরি করা ডুবা ঘুটে গুলো সারিবদ্ধভাবে রাখতে হবে।
৪। এরপর খড়কুটা দিয়ে মাটির পাত্রে আগুন জ্বালাতে হবে যাতে আগুন ডু বা ঘুটে গুলোতে লাগে।
৫। এরপর গোবরের তৈরী ডু বা ঘুটে গুলোতে আগুন ধরলে উপরের ডু গুলো হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে।
৬। এমনভাবে ভেজাতে হবে যেন সারা রাত আস্তে আস্তে ডু বা ঘুটে গুলো শুকাবে আর তুষের আগুনের মত জ্বলবে সাথে ধোয়াও হবে।
৭। প্রতিদিন এমন পরিমান ডু বা ঘুটে ব্যাবহার করতে হবে যাতে সারা রাত খামারে নিভু নিভু আগুন থাকে। এতে খামার মশা মুক্ত থাকবে আবার গরমও থাকবে।
সতর্কতাঃ
১। আগুন থেকে গবাদিপশুকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।
২। আগুন যেন কোথাও লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৩। সম্ভব হলে রাতে মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে।
৪। কোনো ধাতব পাত্রে ছিদ্রযুক্ত ঢাকনা ব্যবহার করে ডু বা ঘুটে গুলো জ্বালাতে হবে।
ফার্মসএন্ডফার্মার/ ২৫ অক্টোবর ২০২১