লেয়ার মুরগিকে যতদিন পরে কৃমির ওষুধ দিবেন

486

আজ আমরা আলোচনা করব লেয়ার মুরগির কৃমির ডোজ নিয়ে। মুরগি কৃমি আক্রান্ত থাকলে ভ্যাকসিন ভালভাবে কাজ করে না, মুরগির ওজন আসে না, মুরগির ডিমের উৎপাদন কমে যায়। তাই নিয়মিত মুরগির কৃমির ঔষধ খাওয়ানো উচিত। আসুন জেনে নিই সঠিকভাবে মুরগিকে কৃমির ঔষধ খাওয়ানোর উপায়।

লেয়ার মুরগিতে কৃমিনাশক ব্যবহার
লেয়ার মুরগিতে সাধারণত ৬০ দিন বয়সে প্রথমবার কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে।
এরপরে প্রতি ৪৫ থেকে ৬০ দিন পরপর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে।

কৃমিনাশক ঔষধ প্রয়োগ করার আগে ও পরে পীড়ন বা ধকল কাটাতে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে মুরগির শারীরিক অবস্থার উপরে নির্ভর করে ভিটামিন, লিভার টনিক ও ইলেকট্রোলাইট ব্যবহার করতে হবে।

সবসময় একই গ্রুপের কৃমিনাশক ঔষধ প্রয়োগ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গ্রুপের কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/ ১৩ জানুয়ারি ২০২২