সোনালী মুরগির শীতকালীন ব্রুডিং ব্যবস্থায় করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। আমাদের দেশে পোল্ট্রি তথা মুরগি বিশেষ করে সোনালি মুরগি পালন একটি লাভজনক পেশা। আসুন জেনে নেই সোনালী মুরগির শীতকালীন ব্রুডিং ব্যবস্থায় করণীয় সম্পর্কে-
সোনালী মুরগির শীতকালীন ব্রুডিং ব্যবস্থায় করণীয়ঃ
শীতকালে ব্রুডিংয়ে বাচ্চা মারা যাওয়ার অন্যতম প্রধান একটা কারন হলো ব্রুডারে কম জায়গায় বেশি বাচ্চা ব্রুডিং করা এবং তাপমাত্রা কম হওয়া। এক্ষেত্রে দেখা যায় ব্রুডারে তাপমাত্রা কম হলে অনেক বাচ্চা একত্রে গাদাগাদি করে অবস্থান করে এবং একটি বাচ্চার উপর অন্য বাচ্চা উঠে পরে। যার ফলে অক্সিজেনের অভাবে অনেক বাচ্চা মারা যায়।
জায়গার তুলনায় বাচ্চা বেশি হয়ে গেলে এবং পর্যাপ্ত তাপ দিতে না পারলে এই সমস্যা দেখা দেয়। ব্রুডিং চলাকালে পর্যাপ্ত তাপমাত্রা না পেলে বাচ্চাগুলো একত্রে গাদাগাদি করে কৃত্রিমভাবে শরীর গরম করার চেষ্টা করে। এতে করে কিছু বাচ্চা নীচে চাপা পড়ে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়।
অনেকে একসাথে ১০০০ থেকে ২০০০ বাচ্চা একটি ব্রুডারে ব্রুডিং করে থাকেন।শীতকালে এতো বাচ্চা একসাথে ব্রুডিং করলে তাপের অভাবে বাচ্চাগুলো গাদাগাদি করে মারা যেতে পারে। তাই শীতকালে বাচ্চা মারা যাওয়া ঠেকাতে সঠিক ব্রুডিং এবং সঠিক তাপমাত্রা নিশ্চিত করতে হবে।
শীতকালে প্রতি বাচ্চার জন্য ১ ওয়াট তাপমাত্রার ব্যবস্থা করতে হবে। শীতকালে যত কম বাচ্চা একসাথে ব্রুডিং করতে পারবেন, ততো ভালো ফল পাবেন। তবে শীতকালে একটা ব্রুডারে সর্বোচ্চ ৬০০-৭০০ বাচ্চার বেশি ব্রুডিং করা ঠিক না। তবে অবশ্যই পর্যাপ্ত জায়গা ও তাপ দিতে হবে।
এক্ষেত্রে ব্রুডিংয়ের প্রথম সপ্তাহে ৩৪/৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপ সরবরাহ করতে হবে।
তারপরও যাদি তাপমাত্রা কম হয়ে যায়, তাহলে তাপমাত্রা ঠিক রাখতে পাতলা চট অথবা কাপড় অথবা উপর দিয়ে ২/৩ ফিট ফাঁকা রেখে(গ্যাস ও অক্সিজেনের জন্য) পলিথিনও দিতে পারেন। এর ফলে তাপমাত্রা ঠিক থাকবে এবং বাচ্চা মারা যাওয়ার হার কমে যাবে।
ফার্মসএন্ডফার্মার/ ২০ জানুয়ারি ২০২২