মুরগির খামারকে অ্যামোনিয়া গ্যাস থেকে রক্ষার উপায় মধ্যে অনেকেই জানেন না। দেশে ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে বর্তমানে অনেকেই মুরগি পালনে ঝুঁকছেন। মুরগির খামার করে অনেক বেকার যুবকও স্বাবলম্বী । মুরগির খামারের সমস্যাগুলোর মধ্যে অ্যামোনিয়ার সমস্যা অন্যতম। চলুন আজ তাহলে জানবো মুরগির খামারে অ্যামোনিয়ার ক্ষতিকর দিক ও তা দূর করার উপায় সম্পর্কে-
১। মুরগির খামারে লিটার নিয়মিত পরিষ্কার করতে হবে। আর লিটার যাতে শুকনো থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। লিটার ভেজা থাকলে সেখান থেকে গ্যাসের সৃষ্টি হতে পারে।
২। খামারে মুরগি পালনে ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক রাখা জরুরী। ভেন্টিলেশন ব্যবস্থা ঠিকভাবে থাকলে অ্যামোনিয়ার সমস্যা অনেকটাই কেটে যাবে।
৩। মুরগির খামারকে অ্যামোনিয়া থেকে রক্ষা করার জন্য খামারে সব সময় যাতে আলো ও বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে।
৪। মুরগির খামারে খাদ্য ও পানির পাত্র সব সময় পরিষ্কার রাখতে হবে। খাদ্য বা পানি মেঝে বা লিটারে পড়লে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে।
৫। শীতকালে খামারের চারদিকে পর্দার ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী পর্দা উঠানো ও নামানো যাতে যায় সেই ব্যবস্থাও করতে হবে। পর্দার কারণে খামারে যাতে গ্যাসের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৬। এছাড়াও প্রাণী চিকিৎসক বা ভেটেনারিয়ানের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
ফার্মসএন্ডফার্মার/ ২৩ জানুয়ারি ২০২২