উৎকৃষ্ট মানের মুরগির বাচ্চার যেসব বৈশিষ্ট্য থাকতে হবে তা আমরা অনেকেই জানি না। মুরগির খামার করে লাভবান হওয়ার জন্য ভালো মানের বাচ্চার কোন বিকল্প নেই। ভালো মানের বাচ্চা থেকে উৎপাদনশীল মুরগি পাওয়া যায়। ভালো মানের বাচ্চা বেশ কিছু বৈশিষ্ট্য আছে। আজকের লেখায় আমরা জেনে নিব উৎকৃষ্ট মানের মুরগির বাচ্চার যেসব বৈশিষ্ট্য থাকতে হবে সেই সম্পর্কে-
উৎকৃষ্ট মানের মুরগির বাচ্চার যেসব বৈশিষ্ট্য থাকতে হবেঃ
১। মুরগির ভালো মানের বাচ্চা ঝড়ঝড়ে, শুষ্ক ও কিচিরমিচির শব্দ করে থাকে।
২। ভালো মানের বাচ্চার নাভীর চারিপাশ শুষ্ক এবং ডাউন ফেদারবিহীন হবে না অর্থাৎ পশম থাকবে। ডাউনফেদার শুষ্ক, নরম এবং সমস্ত শরীরকে ঢেকে রাখবে।
৩। ভালো বাচ্চার মৃত্যুর হার ১% বেশী হবে না এবং দ্বিতীয় সপ্তাহে তা ১.৫% এর বেশী হবেনা।
৪। একটি ভালো মানের ব্রয়লার মুরগির বাচ্চার ওজন ৩৮ থেকে ৪০ গ্রাম হয়ে থাকে। আর লেয়ারের ক্ষেত্রে বাচ্চার ওজন ৩৬ গ্রাম থেকে ৩৮ গ্রাম হয়ে থাকে।
৫। ভালো মানের মুরগির বাচ্চার আচরণ হবে সতর্কমূলক এবং শব্দের প্রতি সংবেদনশীল।
৬। ভালো মানের মুরগির বাচ্চা লম্বায় ১৭.৫ সেঃমিঃ হয়ে থাকে। ভালো মানের বাচ্চার ওজন ও আকারের মধ্যে সমতা থাকে।
৭। বাচ্চার পা এবং ঠোট বাকা বা কোঁকড়ানো হবে না। এছাড়াও পায়ুপথ শুকনো হবে।
৮। ভালো মানের বাচ্চার পায়ের অনাবৃত অংশ সচ্ছ এবং চকচকে হবে। হক জয়েন্ট ফোলা বা লাল হবেনা কিন্তু হলুদ হবে।
ফার্মসএন্ডফার্মার/ ০৬ ফেব্রুয়ারি ২০২২