ব্রয়লার পালনে লিটার ব্যবস্থা ও বাতাস চলাচলে করণীয়

303

ব্রয়লার পালনে লিটার ব্যবস্থা ও বাতাস চলাচলে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো পোলট্রি খামারিদের সঠিকভাবে জেনে রাখতে হবে। বর্তমানে অধিক লাভের আশায় অনেকেই তাদের খামারে ব্রয়লার মুরগি পালন করে থাকেন। ব্রয়লার মুরগি পালনে লিটার ব্যবস্থা ও খামারে বাতাস চলাচল খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজ তাহলে জানবো ব্রয়লার পালনে লিটার ব্যবস্থা ও বাতাস চলাচলে করণীয় সম্পর্কে-

লিটার ব্যবস্থাঃ
শুকনো মেঝেতে ১ থেকে ২ ইঞ্চি পুরু করে লিটার সামগ্রী বিছানোর পর ব্রুডার গার্ড, হোভার এবং হিটিং সরঞ্জাম বসানোর ব্যবস্থা করতে হবে।
খাঁচায় বাচ্চা ব্রুডিং করলে মেঝেতে লিটার বসানোর প্রয়োজন নেই। সরাসরি ব্রুডার খাঁচা স্থাপন করতে হয়।
ভিজা লিটার তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়া।
লিটার জমাট বাঁধতে না দেয়া।
প্রতিদিন লিটার নাড়া চাড়া করা।

বাতাস চলাচল ব্যবস্থাঃ
ঘরের দূষিত বাতাস বের হওয়া এবং বিশুদ্ধ বাতাস প্রবেশের জন্য বাতাস চলাচলের খুবই জরুরী।
বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সে জন্য সীমিতভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হয়।
ছোট ঘরের উপরিভাগে দূষিত বাতাস বের হওয়ার জন্য ফাঁকা জায়গা রাখা হয়।

শীতের সময় পরিবেশের তাপমাত্রা অনুসারে চট লাগিয়ে দেয়া যেতে পারে। ঘরের ভিতরের তাপমাত্রার উপর এই চট উঠা-নামা করতে হবে। তবে কোন অবস্থাতেই পলিথিন সীট ব্যবহার করা যাবে না।

ফার্মসএন্ডফার্মার/ ১৫ ফেব্রুয়ারি ২০২২