শীর্ষ সংবাদ জৈব সার মার্চ ১১, ২০১৭ 356 Share on Facebook Tweet on Twitter নাহিদ বিন রফিক মাটি হবে অতি খাঁটি জৈব সার চাই একের ভেতর কতো কিছু গুণের অন্ত নাই। রকমারি পুষ্টি আছে সুস্থ দেহ-মন পরিবেশ রাখে ভালো বলে জ্ঞানীজন। বেলে’তেও পানি ধরে ভূমি ক্ষয় রোধ মালচিংয়ের কাজ হয় অনুজীবের বোধ। ফলন বাড়ে অধিক হারে খরচ হয় কম ঘরে, মাঠে, হাটে, ঘাটে রমরমা রম। গোবর, পাতা, আবর্জনা যেখানে যা পাই শেষ চাষের আগে জমিতে মিলাই।