দেশের বাজারে আবার বৃদ্ধি পেল ডিমসহ প্যাকেট আটা, সবজি ও মুরগির দাম। এছাড়া কিছুটা অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে নানা রকম প্রতিক্রিয়া।
সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, মুরগির খাদ্যের বস্তা ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। বস্তাপ্রতি দাম বেড়েছে ৬০০ টাকা। যে কারণে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম। একমাস আগেও ডিমের হালি ছিলো ৩০ থেকে ৩২ টাকা। আজ সেই ডিম ৪০ হালি পাইকারি নিয়ে ব্যবসায়ীরা তা খুচরা বিক্রি করছেন ৪২ টাকা হালি। ডিমের দাম বাড়ায় বিপাকে পড়ছেন খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।
তাছাড়া ডিমের ডজন ডাবল সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে। লাল ডিমের ডজন ১৩০ টাকা, হাঁসের ডিম ১৬০ টাকা ও দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৯০ টাকা ডজন।
বাজারে ডিম কিনতে আসা আব্দুল আজিজ বলেন, ডিমের দাম বাড়ছে। একমাস আগে ডিম নিলাম ৩২ টাকা হালি, আবার দুই সপ্তাহ আগে নিলাম ৩৪ টাকা হালি, আজ সেই ডিমের হালি ৪২ টাকা।
মুদি দোকানদার আমিনুল ইসলাম বলেন, বর্তমান ডিমের দাম বেশি। ৪০ টাকা হালি নিয়ে তা ৪২ টাকা করে খুচরা বিক্রি করছি। বাজারের অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এছাড়াও বন্যার কারণে ডিমের উৎপাদন কম থাকায় দাম বেড়েছে।
ফার্মসএন্ডফার্মার/২৯মে ২০২২