রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম। সেই সঙ্গে কমেছে বেশ কিছু সবজির দামও। তবে চাল-ডাল, ডিম, তেল ও মাছ-মাংস আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (৩১ মে) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল গত সপ্তাহের মতোই ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা সয়াবিন তেল ২০০-২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ১৫৫-১৬০ টাকায় বিক্রি হলেও মঙ্গলবার তা ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাকিস্তানি ও দেশি মুরগির দামও কিছুটা কমেছে। বাজারে দেশি মুরগি ৪৭০-৪৮০ টাকা, পাকিস্তানি ২৭০-২৮০ টাকা এবং পাকিস্তানি লেয়ার ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, গরু ও খাসির মাংসের দামে কোনো সুখবর নেই। গত সপ্তাহের মতো গরুর মাংস ৬৫০-৭০০ টাকা এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ফার্মসএন্ডফার্মার/০১জুন ২০২২