ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থাপনা জরুরি

244

মুরগির খামারের মাধ্যমে বর্তমান সময়ে অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হচ্ছেন। ব্রয়লার মুরগির পালনের মাধ্যমে দেশে মাংসের চাহিদা অনেকাংশেই পূরণ হচ্ছে। ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে সেগুলো খামারিদের ভালোভাবে জেনে রাখা দরকার।

ব্রয়লার মুরগির খামারে যেসব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে:
ব্রয়লার মুরগির খামারে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এতে খামারে স্যাঁতস্যাঁতে ভাব বা গাসের সৃষ্টি হবে না। ব্রয়লার মুরগির খামার জনবসতি থেকে কিছুটা দূরে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থানে হতে হবে।

ব্রয়লারের খামারে প্রয়োজনীয় তাপের ব্যবস্থা করতে হবে। আর গরমের দিনে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ফ্যান ও প্রয়োজনীয় ভ্যান্টিলেশন ব্যবস্থা রাখতে হবে। ব্রয়লারের খামার কিছুটা উঁচু স্থানে নির্মাণ করতে হবে। খামারে বন্যার পানি ও অন্যান্য প্রতিকূল আবহাওয়া থেকে যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে।

সম্ভব হলে ব্রয়লার খামারের চারদিকে উঁচু দেয়াল বা বেড়া দিয়ে দিতে হবে যাতে প্রতিকুল আবহাওয়া, বন্যপ্রাণী কিংবা শত্রুর হতে রক্ষা করা যায়।

ফার্মসএন্ডফার্মার/০৭জুন ২০২২