ঘনঘন মুরিগর আমাশয় হলে যা করবেন

308

১।বিভিন্ন বয়সের মুরগি এক সাথে পালা যাবে না

২।ফ্লোর টা সম্বব হলে পাকা করতে হবে,কাচা হলে উপর থেকে১/৪ ইঞ্ছি মাটি তুলে ফেলে দিতে হবে

৩।খাবার ও পানির পাত্র পরিস্কার করে রোদে শুকাতে হবে,পর্দা,ওয়াল,বাল্ব,ব্রুডার পরিস্কার করতে হবে।

পরিস্কারেরনিয়ম গুলো মানতে হবে

৪।৫০০ ফিটের মধ্যে ফার্ম থাকলে এক সাথে মুরগি তুলতে হবে এবং একই নিয়মে সব করতে হবে সম্বব হলে।

৫.২-৩ মাস গ্যাপ দিয়ে মুরগি তুলতে হবে,পরে ১৫দিন গ্যাপ দিয়ে তুলা যাবে।

৬।লিটার ভাল রাখতে হবে,১ম ১০-১৫দিন তূষ দিতে হবে।

৭।পর্দা সিস্টেম ঠিক করতে হবে,পর্দা নিচ থেকে উপরে তুলার সিস্টেম করতে হবে।

ভিতরে গ্যাস করা যাবে না।

৮।ভাল কোম্পানীর বাচ্চা ও খাবার দিতে হবে

৯।ব্রুডিং টা ভাল করতে হবে।

১০।ফার্ম টির অবস্থান,উচ্চতা,লোকেশন ঠিক থাকতে হবে।

১১।আপনি যদি আমার সিস্টেম অনুযায়ী চালাতে পারেন করতে পারেন অথবা আমি যেভাবে বলবো সেভাবে ফার্ম চালাতে হবে,আমার সহযোগিতা পেতে হলে পোল্ট্রি খামারী ট্রেনিং গ্রুপের মেম্বার হতে হবে।০১৭১৭৩০০৭০৬।।।

ফার্মসএন্ডফার্মার/০৬জুলাই ২০২২