পোল্ট্রি খামারের দিকে দিন দিন আগ্রহী হয়ে উঠছি আমরা। অথচ এই খামার কিভাবে করবেন, কোথায় করবেন তা নিয়ে শঙ্কায় থাকেন অনেকে। আজকের লেখা তাদের জন্য।
আপনাকে খামারের জন্য সঠিক অবস্থান নির্বাচন করতে হবে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি এমন একটি জায়গা বেছে নিন যেখানে প্রয়োজনীয় সমস্ত কিছু সুবিধা আছে। এটি শহর থেকে সামান্য দূরে হতে পারে। যেখানে জমি এবং সং খুব সস্তা। কিন্তু আপনি শহরের থেকে খুব দুরে খামার করবেন না।
এছাড়াও আবাসিক এলাকায় খামার স্থাপন এড়িয়ে চলুন, কারণ হাঁস-মুরগীর খামার থেকে দুর্গন্ধ হয়। খামারের অবস্থান নির্বাচন করার সময় পরিবহন ব্যবস্থা সম্পর্কে খেয়াল রাখা আবশ্যক।
খামারের স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে যেখানে বন্যার পানি কখনও প্রবেশ করতে না পারে।
খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা থাকতে হবে।
যেখানে খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে।
ফার্মসএন্ডফার্মার/১৮ সেপ্টেম্বর ২০২২