উপাদান: প্রতি গ্রাম পাউডার আছে এমোক্সিসিলিন বি পি ৩০০ মি. গ্রা.
নির্দেশনা:
পোল্ট্রি: পরিপাকতন্ত্র,শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সংক্রমণ সালমোনেলোসিস,নেক্রোটিক এন্টারাইটিস, ইনফেকশন করাইজা ফাউল কলেরা,ফাউল টাইফয়েড, স্টেফাইলোকক্কাস ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত । ভাইরাসজনিত রোগ যেমন রানীক্ষেত, গামবোরো ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার্য।
বাছুর,ছাগল,-ভেড়া,কুকুর ও বিড়াল: এমোক্সিসিলিন এর প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত পরিপাকতন্ত্র শ্বাসতন্ত্র এবং মূত্রতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে নির্দেশিত।
মাছ: গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মাছের বিভিন্ন রোগ যেমন ক্ষতরোগ, পাখনা পচা, ফুলকা পচা ইত্যাদি চিকিৎসায় ব্যবহার্য।
শুধু মাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় বা সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণ এর অধিক ব্যবহার করা যাবে না।
প্রয়োগ মাত্রা ও প্রয়োগ বিধি:
পোল্ট্রি: 1 গ্রাম 3 থেকে 5 লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে।
বাছুর: 25 থেকে 45 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ দিন খাওয়াতে হবে।
ছাগল ভেড়া: 10 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য দিনে দুইবার 3 দিন খাওয়াতে হবে।
কুকুর বিড়াল: 30 থেকে 60 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ দিন খাওয়াতে হবে।
মাছ: 50 থেকে 60 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।
প্রতি নির্দেশনা: খরগোশ ও ইঁদুর জাতীয় প্রাণীর জন্য প্রতিনির্দেশিত ।
সতর্কতাঃ মক্সিলিন ভেট ডিএস পানিতে মিশানোর পর 12 ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে
প্রত্যাহার কাল: মাংস 3 দিন, ডিম 10 দিন
সংরক্ষণ
সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
ফার্মসএন্ডফার্মার/ ০১অক্টোবর ২০২২