সুস্থ ও ভালো মানের বাচ্চা চেনার উপায়

192

খামারীগণ হ্যাচারি থেকে বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রাখলে তাদের খামারে গুণগতমান সম্পন্ন বাচ্চা প্রাপ্তির সম্ভাবনা বেশী থাকবে।

গুণগতমান সম্পন্ন বাচ্চার বৈশিষ্ট্য

১. বাচ্চার ওজন এবং আকৃতি সমমানের হবে।

২. বাচ্চা অধিক ছোট হবে না, বাচ্চার গড়পড়তা ওজন ৪০ গ্রামের কাছাকাছি।

৩. বাচ্চা পরিষ্কারভাবে প্রস্ফুটিত, শুষ্ক, তরতরে, ঝরঝরে দেখা যাবে।

৪. কিচিরমিচির শব্দ করে চঞ্চল ও প্রাণোচ্ছল থাকবে, বাচ্চার নড়াচড়াতে স্বাভাবিক সাচ্ছ্যন্দ থাকবে।

৫. বাচ্চা অন্ধ হবে না, বাচ্চার তীক্ষè, উজ্জ্বল এবং স্বচ্ছ চোখ থাকবে।

৬. বাচ্চা খোড়া বা দুর্বল হবে না এবং ঢলে পড়বে না।

৭. বাচ্চা আঠালো হবে না অর্থাৎ বাচ্চা ডিমের ভিতরকার বস্তুর দ্বারা আবৃত থাকবে না।

৮. অক্ষত ও শুকনো নাভিদেশ।

৯. বাচ্চার পায়ুপথ শুকনো হবে।

ফার্মসএন্ডফার্মার/ ২৫অক্টোবর ২০২২