বাংলাদেশ থেকে সবজি নিতে আগ্রহী রাশিয়া: কৃষিমন্ত্রী

144

নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিলে বাংলাদেশ থেকে আলু, ফুলকপিসহ বিভিন্ন সবজি নিতে আগ্রহী রাশিয়া। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেছেন, সার নিয়ে সংকটে আছে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় রাশিয়া থেকে এখন সারের জন্য গুরুত্বপূর্ণ পটাশিয়াম ও ডিএপি আনা হবে। রুশ সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দেশটিতে এখন আলু রফতানি করা যাবে। ফুলকপি, আমও রফতানি করার বিষয়ে কাজ চলছে। এক্ষেত্রে নিরাপদ ও ঝুঁকিমুক্ত রফতানির কথা বলেছে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি। সারাবিশ্বে যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশও এর ভুক্তোভোগী।