WPSA-BB সেমিনারে অংশগ্রহনের অনলাইন রেজিস্ট্রেশন করবেন যেভাবে

263

আগামী ১৪ এবং ১৫ মার্চ, ২০২৩ তারিখে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা-১২০৬ এ WPSA-BB কর্তৃক 12TH INTERNATIONAL POULTRY SEMINAR 2023 আয়োজন করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত সেমিনারে অংশগ্রহনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

রেজিস্ট্রেশন ফি :

WPSA-BB সদস্য (সাধারণ)               ২০০০/-

WPSA-BB সদস্য (শিক্ষার্থী)               ১০০০/-

গ্রাজুয়েট শিক্ষার্থী                                 ২,০০০/-

সদস্য নন এমন অংশগ্রহনকারী             ৪,০০০/-

বিদেশী অংশগ্রহনকারী                        ৪,০০০/- অথবা ৪০ ডলার

রেজিস্ট্রেশন করতে যা করবেনঃ

প্রথমেই ফি রকেট কিংবা বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে । রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে বিলার আইডি ২৭০৬ দিতে হবে আর বিকাশের  মাধ্যমে পেমেন্ট করতে চাইলে 01716454778 নাম্বারে কিংবা নগদ এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে 01712578527 নাম্বারে টাকা পাঠাতে হবে । পেমেন্টের পর ট্রানজেকশন নাম্বারটি সংরক্ষণ করতে হবে ।

এরপর এই লিংকে (Link: https://wpsa-bb.com/poultry-seminar-2023/registration/) ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং সংরক্ষিত ট্রানজেকশন নাম্বারটি (বিদেশী অংশগ্রহনকারী দের জন্য প্রযোজ্য নয়) দিতে হবে ।

বিদেশী অংশগ্রহনকারীগণ কে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশন ফি ভ্যানুতে অবস্থিত কাউন্টারে জমা দিতে হবে ।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ৭২ ঘন্টার মাঝে ই-মেইলে কনফার্মেশন মেইল আসবে ।

কনফার্মেশন মেইল টি সংরক্ষণ করতে হবে এবং এটি প্রদর্শণ করে সেমিনারে এন্ট্রি কার্ড, সেমিনার ব্যাগ ও লাঞ্চ কুপন সংগ্রহ করতে হবে ।

রেজিষ্ট্রেশন কার্যক্রম “First come first serve basis” এ চলবে। তবে সেমিনারের আসন সংখ্যা সীমিত বিধায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুধুমাত্র আসন লভ্য থাকা অবধি চলমান থাকবে।

সুতরাং অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এখনই লগইন শুরু করুন:

 https://wpsa-bb.com/poultry-seminar-2023/registration/

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, উপরোল্লিখিত সেমিনারে WPSA-BB সদস্য ছাড়াও যে কোন সম্মাণিত আগ্রহী অংশগ্রহণকারী ONLINE REGISTRATION সম্পন্ন করে অংশগ্রহণ করতে পারবেন।

শুধুমাত্র বিভিন্ন কোম্পানী এবং প্রতিষ্ঠান সমূহের জন্যঃ আপনাদের কোম্পানী এবং প্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে WPSA-BB সদস্য নয় এমন ব্যক্তিবর্গকেও বিষয়োক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য উৎসাহী/প্রেষনা প্রদানের জন্য সভাপতি WPSA-BB অনুরোধ জানিয়েছেন।