বিশ্ব ভোক্তা অধিকার দিবস আগামীকাল

158

আগামীকাল ১৫ মার্চ ২০২৩ ইং বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী”। দিবসটি পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম এর উদ্যোগে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সকাল ১০.০০ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব ডঃ আমিনুর রহমান এনডিসি অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার), বাংলাদেশ পুলিশের ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার), বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, ডাঃ মোঃ মহিউদ্দীন, চট্টগ্রাম চেম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব এস এম নাজের হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।